অনলাইন ডেস্ক : সপ্তাহব্যাপী অভিযানে ইসরায়েলি সেনারা দখলকৃত পশ্চিম তীরের নূর শামস শরণার্থী শিবিরের ঘরবাড়ি ভেঙে ফেলেছে। গাজায় গত ছয় সপ্তাহ ধরে যুদ্ধ বন্ধ থাকার সময় এই অভিযানের ফলে হাজার হাজার ফিলিস্তিনি তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছেন।
উত্তর পশ্চিম তীরের কিছু বৃহত্তম শরণার্থী শিবির খালি করা হয়েছে।
তুলকারাম শহরের বাইরে অবস্থিত নূর শামস হল সর্বশেষ শিবির যা থেকে কার্যত বাসিন্দাদের সরিয়ে দেয়া হয়েছে।
বাসিন্দারা বলছেন, বুলডোজারগুলো সেই এলাকার মধ্য দিয়ে একটি প্রশস্ত রাস্তা পরিষ্কার করছে। যাতে সহজেই সামরিক যানবাহগুলোকে প্রবেশ করানো যায়।
প্রায় ১৩ হাজার জনসংখ্যার মধ্যে প্রায় কেউই মূল শিবিরের ভিতরে অবশিষ্ট নাই। নূর শামস শিবির পরিষেবা কমিটির প্রধান নিহাদ আল-শাউইশ এ কথা জানিয়েছেন। তিনি বলেন, শিবিরে প্রায় ৩ হাজার লোক অবশিষ্ট ছিল। আজ পর্যন্ত তারা সবাই চলে গেছে। এখনও কিছু লোক বাইরের দিকে রয়েছে কিন্তু শিবিরে কেউ অবশিষ্ট নেই।