বিনোদন ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে যা বলেছেন সেটি প্রমাণ দিতে না পারলে ‘পদ্মশ্রী’ পুরস্কার ফিরিয়ে দেবেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। এবার এমনটাই জানালেন তিনি। সুশান্তের মৃত্যুর পর বলিউডের একাংশের দিকে আঙুল তুলেছেন এই অভিনেত্রী। এবার এই ঘটনায় কঙ্গনা সাফ জানালেন, সুশান্তের মৃত্যু নিয়ে তিনি যা বলেছেন, তা প্রমাণ করতে না পারলে পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দেবেন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় সরব হয়েছিলেন কঙ্গনা। বলেছিলেন, এটি আত্মহত্যা নয়, এই ঘটনাকে পরিকল্পিত খুন বলা চলে। সম্প্রতি, একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে বিষয়টি নিয়ে মুখ খোলেন তিনি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার তদন্তে মুম্বই পুলিশকে একহাত নেন কঙ্গনা।

তিনি বলেন, মুম্বই পুলিশের তরফে আমায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। আমি বলেছি, আমি মানালিতে আছি, যদি আপনারা আমার বয়ান রেকর্ড করার জন্য কাউকে পাঠান, তাহলে আমি বয়ান দিতে পারি। তবে এরপর আমাকে আর কিছুই জানানো হয়নি।
কঙ্গনা সাফ জানান, যদি আমি এমন কিছু বলে থাকি, যা আমি প্রমাণ করতে পারবো না, তাহলে আমি জনসমক্ষে বলছি, পদ্মশ্রী ফিরিয়ে দেব। আমাকে আলাদা করে বয়ান রেকর্ড করাতে হয় না, আমি প্রকাশ্যেই সব কথা বলতে পারি। কঙ্গনার প্রশ্ন, আমি বলছি না কেউ চাইছিল সুশান্ত মরে যাক, তবে তারা মানসিকভাবে সুশান্তকে এমনটা করতে বাধ্য করেছে। মুম্বই পুলিশ কেন আদিত্য চোপড়া, করণ জোহর, রাজীব মাসান্দকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকছে না? তারা ক্ষমতাবান বলে?

পাশাপাশি সঞ্জয়লীলা বনশালি, শেখর সুমনকে কেন সমন পাঠানো হল, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন কঙ্গনা। তার কথায়, আমি বনশালির পদ্মাবতকে না করেছিলাম, তবে উনি প্রতিহংসাপূর্ণ কোনো কাজ করেননি। শেখর সুমনের মতো একজন ভালো লোককে কেন তলব করা হচ্ছে?