বিনোদন ডেস্ক : কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পদক চুরির ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি বাংলাভিশনকে নিশ্চিত করেছেন গুলশান থানায় এসআই সাদেক।
তিনি জানান এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন-ন্যান্সির বাড়ির গৃহপরিচারিকরা তাহমিনা (১৯) ও তার স্বামী শাকিল (২৩)। আটককৃতদের তিন দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে তিনজনকে আসামি করে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুলশান থানা মামলা করেন ন্যান্সির ভাই শাহরিয়া আমান সানি। তিনি বলেন, বুধবার আমি বাদি হয়ে গুলশান থানায় তিনজনকে আসামি করে (মামলা নং ২৮) মামলা দায়ের করেছি। আসামিরা হলেন- তাহমিনা (১৯), শাকিল (২৩) এবং রিপা (৩৩)। তারা তিনজনই ন্যান্সির বাসায় কাজ করতেন।
এবিষয়ে কন্ঠশিল্পী ন্যান্সি বলেন, ‘ঈদের কয়েক দিন আগে বাসার সবকিছু গোছাতে গিয়ে খেয়াল করি আলমারি থেকে আমার অ্যাওয়ার্ড ও কিছু জুয়েলারি নেই। কে বা কারা যেন এটি নিয়ে গেছে।’
এ গায়িকা বলেন, ‘ঈদের আগে আমার বাসার তাহমিনা নামের গৃহপরিচারিকা অযৌক্তিক অজুহাত দিয়ে চলে যায়। সে ছাড়াও বাসায় মিনা নামে আরও একজন মেয়ে রয়েছে, আমার ছোট মেয়েকে দেখাশোনার জন্য। মিনা তাহমিনা দুজনই আপন বোন। বিষয়টি গুলশান থানার পুলিশকে জানানোর পর তারা জানতে পারে, আমার অ্যাওয়ার্ডটি তার বোন চুরি করেছে।’
ন্যান্সি বলেন, ‘পরে পুলিশ এ ব্যাপারে তাহমিনা ও তার স্বামীকে জিজ্ঞাসা করে। কিন্তু তারা এখনো অ্যাওয়ার্ডটি ফিরিয়ে দেয়া নিয়ে নানা তালবাহান করছে।’
প্রসঙ্গত, ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রজাপতি’ সিনেমায় ‘দুই দিকে বসবাস’ গানে কণ্ঠ দেয়ার জন্য শ্রেষ্ঠ নারী কন্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ন্যান্সি।