অনলাইন ডেস্ক : নেদারল্যান্ডসের সাধারণ নির্বাচনে জয় পেয়েছেন গির্ট উইল্ডারস। তিনি কট্টর ডানপন্থী ও ইসলামবিরোধী দল ফ্রিডম পার্টির (পিভিভি) নেতৃত্বে ছিলেন। নাটকীয়ভাবে তার দল এ নির্বাচনে জয়লাভ করেছে। খবর বিবিসি
দীর্ঘ ২৫ বছর পর দেশটির ফ্রিডম পার্টি (পিভিভি) ৩৭ আসনে জিতেছে। ফলে তারা প্রতিদ্বন্দ্বী বামপন্থী দলের থেকে অনেক এগিয়ে রয়েছে। এ আসন পাওয়ার পরই গির্ট উইল্ডারস বলেন, আমাদের আর বঞ্চিত করা যাবে না। আমরাই সরকার গঠন করব।
কট্টর ডানপন্থী ও ইসলাম বিরোধী এই নেতার জয়লাভ পুরো নেদারল্যান্ডের নির্বাচনকে যে শুধু ধাক্কা দিয়েছে তা নয়, তার জয়ে পুরো ইউরোপের রাজনীতিতে ধাক্কা লাগবে। তবে সবার জন্য প্রধানমন্ত্রী হতে গেলে তাকে ১৫০টি আসনের মধ্যে ৭৬টি আসন পেতে হবে। এজন্য গির্ট উইল্ডারস সরকার গঠনের জন্য অন্যান্য দলকে কাছে ভেড়ানোর চেষ্টা করছেন।
তিনি বিবিসিকে বলেন, সরকার গঠনের জন্য তিনি অন্যান্য দলের সঙ্গে সমঝোতা করবেন। কট্টর ডানপন্থী এই নেতা নির্বাচনের আগে সীমান্ত বন্ধ এবং পবিত্র কোরআন নিষিদ্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
নেদারল্যান্ডসে বসবাসকারী মরক্কোর নাগরিকদের নিয়ে ২০১৬ সালে বৈষম্যমূলক কথা বলার জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন উইল্ডারস। এর আগে পবিত্র কোরআনকে অ্যাডলফ হিটলারের ‘মাইন কাম্ফ’ বইয়ের সঙ্গে তুলনা করে সমালোচিত হয়েছিলেন তিনি।
এছাড়াও ২০১৮ সালে মহানবী (সা.)-এর কার্টুনের প্রতিযোগিতার আয়োজন করার পরিকল্পনা করেছিলেন উইল্ডারস। পরে হত্যার হুমকিতে সে পরিকল্পনা থেকে সরে আসেন।