Home আন্তর্জাতিক নেতানিয়াহুর বিরুদ্ধে গণবিক্ষোভের ডাক দিলেন ইয়ার লাপিদ

নেতানিয়াহুর বিরুদ্ধে গণবিক্ষোভের ডাক দিলেন ইয়ার লাপিদ

অনলাইন ডেস্ক : বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে গণ-বিক্ষোভের আহ্বান জানিয়েছেন ইসরায়েলের বিরোধী দলের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। সম্প্রতি এক এক্স (সাবেক টুইটার) পোস্টে তিনি এই আহ্বান জানান। খবর টাইমস অব ইসরায়েলের।

ইয়ার লাপিদ অভিযোগ করেন, ইসরায়েলি সরকারের কোনো ‘রেড লাইন’ নেই। এখন সমগ্র জাতিকে একত্রিত হয়ে বলতে হবে ‘যথেষ্ট হয়েছে!’

সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও লেখেন, আমি আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি- এটি আমাদের মুহূর্ত, এটি আমাদের ভবিষ্যৎ, এটি আমাদের দেশ। রাস্তায় নামুন।

এর আগে গতকাল লাপিদ নেতানিয়াহুকে পদত্যাগের জন্য চাপ দিয়ে বলেন, ইসরাইল ‘তার ওপর আস্থা হারিয়ে ফেলেছে’।

Exit mobile version