বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দেশের সীমানা ছাড়িয়ে টলিউড ও বলিউডেও কাজ করে প্রশংসা পেয়েছেন তিনি। সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল অভিনেত্রীর ছবি। নতুন লুকের জন্য তাকে নিয়ে চর্চা চলছে নেটিজেনদের মধ্যে। অভিনয়রের সূত্র ধরেই ভারতের বিভিন্ন উৎসবে দেখা মিলে অভিনেত্রীর। সম্প্রতি ভারতের মুম্বাইয়ে বসেছিল ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের আসর। অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন জয়া আহসান। ফিল্মফেয়ার জামদানি শাড়িতে সবার এদিন নজর কাড়েন তিনি। নিজের ফেসবুক পেজে সেই ছবি পোস্ট করার পর থেকেই ভাইরাল অভিনেত্রীর একাধিক ছবি।

ঢাকার ঐতিহ্যবাহী জামদানি পরে বলিউডের মঞ্চে উঠেছিলেন অভিনেত্রী। তবে ঠিক শাড়ির মতো নয়, জামদানি পরেছিলেন ভিন্নভাবে। আর সেটাই সবাইকে অবাক করে। জয়া আহসান মঙ্গলবার (৩ ডিসেম্বর) ফেসবুক পেজে ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড ২০২৪’ এর কয়েকটি ছবি প্রকাশ করেন জয়া নিজেই।

ছবি শেয়ার করে ফেসবুকে জয়া লিখেছেন, আমি যে সংস্কৃতি ধারণ করি, সেটা কোনো অনুষ্ঠানে গেলে তলে ধরার চেষ্টা করি। একজন শিল্পী হিসেবে এটা আমার কাছে গুরুত্বপূর্ণ। বাংলাদেশি ঢাকাই জামদানি আমার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি জামদানি শাড়ির গতানুগতিক ব্যবহারের ধরন ভাঙতে চেয়েছিলাম। আমার মনে হয়েছে সেটার জন্য ফিল্মফেয়ারের চেয়ে আর কোনও ভালো জায়গা নেই। কারণ এখানে বিশ্বে অনেক গুণী শিল্পীদের সঙ্গে দেখা করার সুযোগ আছে।

অভিনেত্রী তার পোস্টে জানান,শাড়িটি তৈরি করতে ছয় মাস লেগেছে। আর তার শাড়িটির নশকা হাজার বছর আগের যোদ্ধা রানীদের পেইন্টিং থেকে অনুপ্রাণিত হয়ে করা হয়েছে।

জয়া আহসান ছবিগুলো পোস্ট করার পর থেকেই প্রশংসা কুড়াচ্ছেন। রুনা খান এবং মৌসুমী হামিদসহ দেশের বিনোদন অঙ্গনের অনেক তারকাই তার অভিনেত্রীর ফ্যাশনসচেতনার কথা বলছেন। জয়ার অনেক ভক্ত ঐ পোস্টের কমেন্ট বক্সে শুভেচ্ছা জানিয়েছেন কেউবা অভিনেত্রীর ছবি শেয়ার করেছেন।

প্রসঙ্গত, রোববার (১ ডিসেম্বর) মুম্বাইতে অনুষ্ঠিত হয়েছে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর। সিরিজ, সিনেমা ও সমালোচক- এই তিন ক্যাটেগরিতে ৩৯টি পুরস্কার প্রদান করা হয়। গতবছর ‘কাড়াক সিং’ ওয়েব সিরিজে অভিনয়ের মধ্যে দিয়ে বলিউডে অভিষেক হয় জয়ার। জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেন জয়া। আর এই সিরিজের জন্যও ফিল্মফেয়ার আমন্ত্রিত ছিলেন অভিনেত্রী। ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড-২০২৪’-এ তিনি পেয়েছেন বিশেষ পুরস্কার। ক্রেস্ট তুলে দিয়েছেন পুরস্কারপ্রাপ্তদের হাতেও।