Home খেলাধুলা নেইমার-এমবাপ্পে বিহীন পিএসজিকে জেতালেন মেসি

নেইমার-এমবাপ্পে বিহীন পিএসজিকে জেতালেন মেসি

স্পোর্টস ডেস্ক : দলের অন্যতম সেরা দুই তারকা নেইমার জুনিয়র আর কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই মাঠে নামে পিএসজি। তাতে অবশ্য ভীতি ছিল না লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নদের। কারণ তাদের স্কোয়াডে ছিল সর্বকালের অন্যতম সেরা ফুটবলারদের একজন।

শনিবার (৪ ফেব্রুয়ারি) আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির গোলে ভর করেই আরেকটি ম্যাচ জিতেছে পিএসজি। ম্যাচটিতে শুরুতে তুলুজের বিপক্ষে পিছিয়ে পড়েও প্যারিসের দলটি জিতেছে ২-১ গোলে। দ্বিতীয়ার্ধে দারুণ এক গোল করেই দলকে জয় উপহার দিয়েছেন মেসি।

ম্যাচের ২০ মিনিটে এগিয়ে যায় তুলুজ। ডাচ মিডফিল্ডার ব্রাঙ্কো ফন ডেন বুমেন করেন গোল। তবে ৩৮ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁকানো শটে করা মরোক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমির গোলে সমতায় ফেরে পিএসজি।

প্রথমার্ধ শেষে ১-১ গোলের সমতায় বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফেরার পর ৫৮ মিনিটে জয়ের গোলটি পেয়ে যায় পিএসজি। পেনাল্টি বক্সের বাইরে থেকে বাঁ পায়ে নেওয়ার নিচু শটে গোল পেয়ে যান আর্জেন্টাইন জাদুকর।

এবারের লিগে মেসির এটি ১০ম গোল। সব টুর্নামেন্ট মিলিয়ে মৌসুমে তার ১৫তম গোল এটি। নেইমার-এমবাপ্পেরা না থাকায় আক্রমণভাগে মেসির সঙ্গী ছিলেন উগো একিতিকে ও ভিতিনিয়া।

এই জয়ে ২২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই রইল পিএসজি। ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে অলিম্পিক মার্শেই।

Exit mobile version