অনলাইন ডেস্ক : দুবাইয়ে নারী পাচারের অভিযোগে নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার গ্রেপ্তার হওয়া জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নৃত্যশিল্পীকে শনিবার ঢাকার আদালতে হাজির করা হলে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

লালবাগ থানার মানবপাচার আইনে দায়ের করা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করে মামলার তদন্ত সংস্থা সিআইডি। অন্যদিকে, ইভানের পক্ষে আইনজীবী খান মাহমুদুল হাসান জামিন আবেদন করলেও মামলার নথিপত্র নকলখানায় থাকায় রোববার শুনানি গ্রহনের জন্য দিন ধার্য করেন আদালত।

সিআইডি এর আগে পাচারকারী চক্রের ‘হোতা’ আজম খানসহ ছয়জনকে গ্রেফতার করে। তারমধ্যে চার আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। দুই আসামির জবানবন্দিতে ইভানের নাম আসায় তাকে রাজধানীর নিকেতনের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

সংশ্লিষ্টরা জানান, গ্রেপ্তার হওয়া এই চক্রটি মূলত নৃত্যকেন্দ্রিক। কয়েকজন নৃত্যসংগঠক ও শিল্পী এই চক্রের সঙ্গে জড়িত। তারা দেশের বিভিন্ন নাচের ক্লাব বা সংগঠন থেকে মেয়েদের সংগ্রহ করে কাজ দেওয়ার নামে দুবাই পাঠায়। পরে দুবাইয়ের হোটেল ও ড্যান্সবারে তাদের যৌনকর্মে বাধ্য করতেন।