অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৩ নভেম্বর। আর এ দিন দেশটির স্থানীয় সময় দিবাগত রাতে হোয়াইট হাউসে এক পার্টির আয়োজন করতে যাচ্ছে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউজ কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, হোয়াইট হাউসের ইস্ট রুমে নির্বাচনের রাতে উৎসবের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প। এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হতে পারে ৪০০ জনের মতো অতিথিকে।

ইউএস নিউজের প্রতিবেদনে বলা হয়, এই অনুষ্ঠান ওয়াশিংটন ডিসির ট্রাম্প হোটেলে আয়োজন করার কথা ছিল। কিন্তু পরে ওই সিদ্ধান্ত পরিবর্তন করে হোয়াইট হাউজে উৎসবটি আয়োজনে প্রস্তুতি চলছে।

খবরে আরও জানানো হয়, ট্রাম্প হোটেলে উৎসবের আয়োজন করা হলে করোনা আইন ভাঙার দায়ে অভিযুক্ত হতে পারেন মার্কিন প্রেসিডেন্টের সমর্থকরা।