অনলাইন ডেস্ক : ভোটের ফল মেনে নিতে শ্বশুর ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দিয়েছিলেন তার অন্যতম উপদেষ্টা ও জামাই জ্যারেড কুশনার। অজ্ঞাত সূত্র থেকে এমনটাই জানা যাচ্ছে।
আমেরিকার বেশিরভাগ বড় সংবাদমাধ্যমগুলো যখন জো বাইডেনকে দেশের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের নাম বলে দিয়েছিল।
তখনও ট্রাম্প বলে চলেছিলেন, ‘বাইডেন নিজেকে মিথ্যে বিজয়ী হিসেবে দেখাতে চাইছেন, এবং যেখানে দৌড় এখনো অনেক বাকি আছে।’
সেই সময়ই কুশনার ট্রাম্পের কাছে গিয়ে সত্য মেনে নিতে পরামর্শ দেন। কুশনার এব্যাপারে অন্যদেরও বলেছিলেন, যে তিনি ট্রাম্পকে ফল মানতে অনুরোধও করেন। কিন্তু ট্রাম্প তা মানতে রাজি নন।
ট্রাম্প বিবৃতি দিয়ে বলেছেন, ‘আমি বিরাম নেব না যতক্ষণ না আমেরিকাবাসীদের প্রতিটি ভোট গোণা হবে যা তাদের প্রাপ্য এবং গণতন্ত্রের দাবি।’
সোমবার থেকে এই প্রচারের আইনি লড়াই শুরু হচ্ছে। বাইডেন এবং কমলার সহকারী প্রচার ম্যানেজার অবশ্য সাফ বলেছেন, ট্রাম্প এবং বাইডেন বা তাদের প্রতিনিধিদের মধ্যে এনিয়ে কোনও যোগাযোগ হয়নি।