অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের অংশ হিসেবে ইসরায়েলি বাহিনী এবং হামাসের মধ্যকার যুদ্ধে সাময়িক বিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করা হয়। তবে মানবিক যুদ্ধবিরতির সেই প্রস্তাবে ভেটো দিয়েছে স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র। অর্থাৎ তারা এ প্রস্তাব নাকচ করে দিয়েছে। বুধবার (১৮ অক্টোবর) মানবিক দৃষ্টিকোণ থেকে সংঘাতে বিরতির আহ্বান ও ইসরায়েলের উপর হামাসের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই খসড়া প্রস্তাব উপস্থাপন করে ব্রাজিল।
সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টার কারণে গত কয়েক দিনে ব্রাজিলের আনা এই খসড়া প্রস্তাবের ওপর ভোটাভুটি অন্তত দুবার পিছিয়ে যায়। বুধবার নিরাপত্তা পরিষদের খসড়া প্রস্তাবের পক্ষে ১২ সদস্য রাষ্ট্র ভোট দিয়েছে। আর ভোটদান থেকে বিরত ছিল রাশিয়া ও যুক্তরাজ্য।
ভোটের পর জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদকে বলেছেন, ‘আমরা এই সংকটের কূটনৈতিক সমাধানে কঠোর পরিশ্রম করছি। খসড়া প্রস্তাবটি খুবই গুরুত্বপূর্ণ। এই পরিষদকে অবশ্যই কথা বলতে হবে। কিন্তু আমরা যে পদক্ষেপগুলো গ্রহণ করি, সেগুলো অবশ্যই সংঘাত স্থল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হতে হবে। প্রত্যক্ষ কূটনৈতিক প্রচেষ্টার প্রতি সমর্থন জানাতে হবে। যা মানুষের জীবন বাঁচাতে পারে। পরিষদকে এই অধিকার রক্ষা করতে হবে। আমরা বিশ্বাস করি আমাদের কূটনৈতিক তৎপরতা সফল হবে।’
এদিকে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজায় জিম্মিদের মুক্তি এবং মানবিক সহায়তার প্রবেশাধিকারের জন্য অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে জরুরি এমন বৈঠক ডাকে জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদ। বুধবার নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ১০টায় এ বৈঠক শুরু হয়। তবে বৈঠকে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে যুদ্ধ বিরতির প্রস্তাবে ঐকমত্যে পৌঁছাতে পারেনি সব দেশ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যভুক্ত দেশ ১৫টি। এ দেশগুলো বিভিন্ন ইস্যুতে ভোট দিতে পারে। তবে ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে সব দেশ একমত হতে পারেনি। এর মধ্যে কেবল যুক্তরাষ্ট্র এ প্রস্তাবে ভেটো দিয়েছে।