বিদেশ ডেস্ক : জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে ভারত। ১৯৩ সদস্যের সাধারণ অধিবেশনে ভোটাভুটিতে ১৮৪ ভোট পেয়ে দুই বছর মেয়াদে বিশ্ব সংস্থাটির প্রভাবশালী প্লাটফর্মে অবস্থান নিশ্চিত করে দেশটি। বুধবারের ভোটাভুটিতে ভারতের পাশাপাশি নির্বাচিত হয়েছে আয়ারল্যান্ড, মেক্সিকো ও নরওয়ে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আসন সংখ্যা ১৫টি। এর মধ্যে ভেটো ক্ষমতা সম্পন্ন পাঁচটি দেশ স্থায়ী সদস্য। এগুলো হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স। বাকি দশটি দেশ অস্থায়ী সদস্য হিসেবে দুই বছর মেয়াদে নির্বাচিত হয়। অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হতে আঞ্চলিক ক্যাটাগরিতে বিভিন্ন দেশ প্রার্থীতা ঘোষণার সুযোগ পেয়ে থাকে।

২০২১-২২ মেয়াদে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হতে এশিয়া-প্যাসিফিক ক্যাটাগরিতে প্রার্থী হয় ভারত। গত বছরের জুনে ওই প্রার্থীতা ঘোষণা করা হলে পাকিস্তান, চীনসহ এই অঞ্চলের ৫৫টি দেশই দিল্লিকে সমর্থন জানায়।

ভারত এর আগেও বেশ কয়েক মেয়াদে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে। ১৯৫০-৫১, ১৯৬৭-৬৮, ১৯৭২-৭৩, ১৯৭৭-৭৮, ১৯৮৪-৮৫, ১৯৯৯১-৯২ এবং সবশেষ ২০১১-১২ মেয়াদেও দেশটি অস্থায়ী সদস্য হিসেবে নিরাপত্তা পরিষদে ভূমিকা রেখেছে।