Home কানাডা খবর নিজ্জর হত্যায় প্রকাশ্যে ভারতকে অভিযুক্তর করার কারণ জানালেন ট্রুডো

নিজ্জর হত্যায় প্রকাশ্যে ভারতকে অভিযুক্তর করার কারণ জানালেন ট্রুডো

অনলাইন ডেস্ক : শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে অভিযোগ আনেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ ঘটনার পরই তিনি ভারতের তোপের মুখে পড়েন। কেন তিনি নিজ্জর হত্যায় প্রকাশ্যে ভারতকে অভিযুক্ত করেছিলেন তার ব্যাখ্যা দিয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়া

ট্রুডো বলেন, কানাডার নাগরিকদের নিরাপত্তার স্বার্থে তিনি ওই কথা বলেছিলেন। কানাডাভিত্তিক এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ভারত যেন ওই ঘটনার পুনরাবৃত্তি না ঘটায় এজন্য ট্রুডো নয়া দিল্লিকে সতর্ক করতে প্রকাশ্যে এমন অভিযোগ করেন।

কানাডাভিত্তিক গণমাধ্যম সিটিভি নিউজকে সম্প্রতি ওই সাক্ষাৎকার দিয়েছেন ট্রুডো। তাতে তিনি বলেন, গত ১৮ সেপ্টেম্বর পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে ওই অভিযোগ তিনি করেছিলেন এই কারণে যে তার কাছে যে খবর ছিল, তা গণমাধ্যম মারফত জানাজানি হয়ে যেতে পারে। এজন্য দেশবাসীর কাছে প্রমাণ করতে চেয়েছে সরকার সবকিছু জানে।

ওই সাক্ষাতকারে ট্রুডো বলেন, নিজ্জরের হত্যার পর কানাডায় বসবাসরত শিখ সম্প্রদায়ের অনেকেই এ নিয়ে উদ্বেগ প্রকাশ করছিলেন। এছাড়া তারা মনে করেছিলেন কানাডায় বসবাস করে তারা সুরক্ষিত নয়।

জাস্টিন ট্রুডো বলেন, দেশবাসীর নিরাপত্তার জন্য বিষয়টি নিয়ে কূটনৈতিকভাবে কথা বলেছি। তারপরও মনে হয়েছে বাড়তি কিছু করা প্রয়োজন। এজন্যই প্রকাশ্যে ভারতকে অভিযুক্ত করা হয়েছে। কারণ আমরা জানি ভারত এর পেছনে আছে এবং তা বিশ্বাস করার মতো কারণও আমাদের হাতে আছে।

তবে ট্রুডোর অভিযোগ ভারত এখনো স্বীকার করেনি। বারবার বলেছে, ওই অভিযোগ অবাস্তব, কল্পনাপ্রসূত ও উদ্দেশ্যপ্রণোদিত। ভারতের দাবি, কানাডার হাতে যা কিছু তথ্য রয়েছে, তা ভারতকে দেওয়া হোক।

Exit mobile version