Home আন্তর্জাতিক নিজেদের তৈরি প্রথম সৌর গাড়ি বাজারে আনল ভারত, দাম নাগালেই

নিজেদের তৈরি প্রথম সৌর গাড়ি বাজারে আনল ভারত, দাম নাগালেই

অনলাইন ডেস্ক : নিজেদের অভ্যন্তরীণ প্রযুক্তিতে তৈরি প্রথম সৌরশক্তি চালিত গাড়ি বাজারে এনেছে ভারত। শনিবার রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত ‘ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫’- মেলায় ‘ইভা’ নামের গাড়িটি প্রদর্শন করা হয়েছে।

ভারতীয় মুদ্রায় ‘ইভা’র দাম ৩ লাখ ২৫ হাজার রুপি থেকে ৬ লাখ রুপি, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ৬০ হাজার টাকা থেকে ৮ লাখ ৪৯ হাজার টাকার মধ্যে। গাড়িটি প্রস্তুত করেছে ভাইভ মোবিলিটি নামের একটি ভারতীয় কোম্পানি।

৩টি মডেল রয়েছে ‘ইভা’র— নোভা (৯ কিলোওয়াট আওয়ার) স্টেলা (১২ দশমিক ৬ কিলোওয়াট আওয়ার) এবং ভেগা (১৮ কিলোওয়াট আওয়ার। সম্পূর্ণ সৌরশক্তিতে চালিত এই গাড়িটির ব্যাটারি পরিপূর্ণ চার্জ এবং এসি চালু অবস্থায় সর্বোচ্চ ২৫০ কিলোমিটার পর্যন্ত পাড়ি দিতে সক্ষম। মূল ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে সক্রিয় হবে ব্যাকআপ ব্যাটারি। ব্যাকআপ ব্যাটারির সাহায্যে আরও ১০ থেকে ১২ কিলোমিটার চলা সম্ভব হবে। সূর্যের আলো পর্যাপ্ত না থাকলে চার্জারের সাহায্যেও গাড়িটি চার্জ করতে পারবেন গ্রাহকরা।

গ্রাহক পর্যায়ে ‘ইভা’র প্রতিটি মডেলের জন্য ৩ বছরের ওয়ারেন্টি এবং ব্যাটারির জন্য ৫ বছরের ওয়ারেন্টি দেওয়া হবে বলে জানিয়েছেন ভাইভ মোবিলিটির কর্মকর্তারা।

মেলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভাইভ মোবিলিটির শীর্ষ নির্বাহী কর্মকর্তা নীলেশ বাজাজ বলেন, “ইভা শুধু একটি গাড়ি নয়, এটি ভারতের অটোমোবাইল শিল্পে রীতিমতো একটি বিপ্লব। ভাইভ মোবিলিটি এবং ভারতের অটোমোবাইল সবসময়েই আবিষ্কার, স্থায়িত্ব এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাসের পক্ষে এবং সেই হিসেবে ইভা ভারতকে প্রতিনিধিত্ব করে।”

ভাইভ মোবিলিটির শীর্ষ টেকনিক্যাল কর্মকর্তা সৌরভ মেহতা সাংবাদিকদের বলেন, “সোলার প্যানেলের সঙ্গে ইলেকট্রিক মোটোরের সংযুক্তির ব্যাপারটি বেশ জটিল। কীভাবে এটা করা যায়— সে সংক্রান্ত গবেষণায় আমাদের কয়েক বছর গিয়েছে। ইভার প্রতিটি মডেলের হার্ডওয়্যার মজবুত, সফটওয়্যারও যথেষ্ট উন্নত।”

“ব্যাপারি পরিপূর্ণ চার্জ থাকা অবস্থায় ইভা একবারে ২৫০ কিলোমিটার পথ পাড়ি দিতে এবং ঘণ্টায় সর্বোচ্চ ৭০ কিলোমিটার পর্যন্ত গতি তুলতে সক্ষম। এক কথায় নগরভ্রমণের জন্য ইভা আদর্শ,” বলেন সুব্রত মেহতা।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

Exit mobile version