Home আন্তর্জাতিক নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম চালু করবেন ট্রাম্প!

নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম চালু করবেন ট্রাম্প!

অনলাইন ডেস্ক : টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ হওয়ার পর বিকল্প সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে সক্রিয় হওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া তিনি নিজস্ব একটি সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম চালু করার কথাও ভাবছেন বলে ইঙ্গিত দিয়েছেন।

আজ শনিবার সংবাদমাধ্যম ফক্স নিউজ জানায়, গতকাল শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। এরপরই অন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের কথা জানিয়েছেন ট্রাম্প।

তবে ট্রাম্পের ব্যক্তিগত অ্যাকাউন্ট না, রিয়েলডোনাল্ড ট্রাম্প অ্যাকাউন্টটি স্থায়ীভাবে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে টুইটার। এই অ্যাকাউন্টটি স্থগিত হওয়ার পর ট্রাম্প তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এক টুইটে বলেন, ‘যা আমি বহুদিন ধরেই বলে আসছি মত প্রকাশের স্বাধীনতা না দেওয়ার ব্যাপারে টুইটার আরও অনেকদূর এগিয়েছে।’

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘টুইটার একটি বেসরকারি প্রতিষ্ঠান হতে পারে। তবে সরকারের ২৩০ অনুচ্ছেদের উপহার না থাকলে তারা বেশি দিন টিকে থাকতে পারবে না।’

ট্রাম্প আরও বলেন, ‘আমরা অন্যান্য বিভিন্ন সাইটের সঙ্গে আলোচনা করেছি এবং শিগগিরই একটি বড় ঘোষণা নিয়ে আসব। অদূর ভবিষ্যতে আমরা নিজস্ব প্ল্যাটফর্ম তৈরির সম্ভাবনাগুলোও দেখব। আমরা নীরব থাকব না!’

Exit mobile version