অনলাইন ডেস্ক : নিউইয়র্কে করোনার কারণে বিপর্যস্ত ভাড়াটে-কে বকেয়ার জন্যে উচ্ছেদ করা যাবে না ৩১ জুলাই পর্যন্ত। এ ব্যাপারে স্টেট পার্লামেন্টে বিস্তারিত আলোচনা চলছে। সিনেট এবং এ্যাসেম্বলিতে আগামী সোমবার এ নিয়ে একটি বিল পাস হতে যাচ্ছে।

একইসাথে ল্যান্ড লর্ডরাও যেন মর্টগেজের চাপ থেকে রক্ষা পান সে প্রসঙ্গও থাকবে বিলে। করোনার প্রকোপ অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে ডেমক্র্যাট-শাসিত নিউইয়র্ক স্টেট পার্লামেন্টের এমন কার্যক্রমে কিছুটা স্বস্তি এসেছে ভাড়াটে ও ল্যান্ড লর্ড উভয় ক্ষেত্রেই।

উল্লেখ্য, ভাড়া বকেয়া থাকবে এবং পরবর্তীতে এ নিয়ে আর কোন সিদ্ধান্ত না হলে ল্যান্ড লর্ডের সাথে সমঝোতা ক্রমে তা কিস্তিতে প্রদান করতে হবে।
নিউইয়র্কে ভাড়াটেদের স্বার্থে কর্মরত কয়েকটি সংস্থা করোনা মহামারিতে রূপ নেয়ার পর থেকেই বকেয়া ভাড়া মওকুফের দাবি জানিয়ে আসছে। তারা স্টেট পার্লামেন্টসহ গভর্নরের সাথেও দেন-দরবার অব্যাহত রেখেছে।