Home খেলাধুলা না খেলেই ৮ কোটি টাকা পাচ্ছেন এই ভারতীয় ব্যাটসম্যান!

না খেলেই ৮ কোটি টাকা পাচ্ছেন এই ভারতীয় ব্যাটসম্যান!

স্পোর্টস ডেস্ক : চোটের কারণে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে ভারতীয় ক্রিকেটার শ্রেয়াস আইয়ারকে। গত ২৩ মার্চ পুনেতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে চোট পাওয়ার পর আর মাঠে নামতে পারেননি তিনি।

এদিকে আগামী ৯ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ানস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচ দিয়ে আইপিএলের পর্দা উঠবে।

অথচ চোট সারার নামই নেই দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়াস আইয়ারের। অবশেষে অধিনায়কত্ব ছাড়তেই হচ্ছে তাকে। শুধু অধিনায়কত্বই নয়; আইপিএলের এবারের আসরকে বিদায় জানাতে হচ্ছে এই ভারতীয় ব্যাটসম্যানকে।

অবশ্য এরই মধ্যে একটি সুখবরও পেয়েছেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার। তা হলো— পুরো টুর্নামেন্টে একটি ম্যাচ না খেলেও পূর্ণ পারিশ্রমিক পাচ্ছেন আইয়ার।

অর্থাৎ না খেললেও চুক্তি মোতাবেক তাকে সাত কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় আট কোটি টাকা) পারিশ্রমিক দেবে দিল্লি ক্যাপিটালস।

ভারতীয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে খোদ দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ।

জানা গেছে, আইয়ারের কাঁধের হাড় আংশিক সরে গেছে। চোট সারাতে অস্ত্রোপচার করতে হবে তাকে। আগামী ৮ এপ্রিল তার অস্ত্রোপচার সম্পন্ন হবে। এর পর চলবে তার পুনর্বাসন ও কোয়ারেন্টিন প্রক্রিয়া। অর্থাৎ আইপিএলের ১৪তম আসর টিভি স্ক্রিনে বসেই দেখতে হচ্ছে দিল্লির এই অধিনায়ককে।

অবশ্য তিনি এখন সাবেক অধিনায়ক। তিনি না থাকায় এবার দিল্লিকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্ত।

তথ্যসূত্র: ক্রিকেট অ্যাডিক্টর

 

Exit mobile version