অনলাইন ডেস্ক : ইসরায়েলি বিমান হামলায় নিহত হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহর দুই উত্তরসূরিকে হত্যার দাবি করলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

মঙ্গলবার (০৮ অক্টোবর) ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক ভিডিওতে এমন দাবি করেন তিনি। খবর রয়টার্সের।

নেতানিয়াহু বলেন, ‘আমরা হিজবুল্লাহর সক্ষমতাকে কমিয়ে দিয়েছি। আমরা হাজার হাজার সন্ত্রাসীকে হত্যা করেছি। যার মধ্যে (হাসান) নাসরুল্লাহ নিজেও রয়েছেন। নাসরুল্লাহর উত্তরসূরি এবং তার উত্তরসূরির উত্তরসূরিও নিহত হয়েছেন।’ তবে পরের দুজনের নাম উল্লেখ করেননি নেতানিয়াহু।

ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, আজ হিজবুল্লাহ বহু, বহু বছরের মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্ট বলেছেন, নাসরুল্লাহর উত্তরসূরি হিসেবে বিবেচিত হাসেম সাফিয়েদ্দিন সম্ভবত নিহত হয়েছেন। তবে উত্তরসূরির উত্তরসূরি বলতে নেতানিয়াহু কাকে বোঝাতে চেয়েছেন, তা তৎক্ষণাৎভাবে স্পষ্ট না।