Home রাজনীতি নাশকতার বিরুদ্ধে প্রস্তুত থাকুন: কাদের

নাশকতার বিরুদ্ধে প্রস্তুত থাকুন: কাদের

অনলাইন ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিশ্বকাপে সামনে কোয়ার্টার ফাইনাল। সেখানে ব্রাজিল খেলবে, আর্জেন্টিনাও খেলবে। বাংলাদেশেও খেলা হবে। রাজনীতির মাঠেও খেলা হবে। ডিসেম্বরে খেলা হবে। ডিসেম্বর মাস, বিজয়ের মাস। সবাই প্রস্তুত আছেন? খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে, লুটপাট, নাশকতার বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে। সবাই প্রস্তুত থাকুন।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকাল পৌনে ৪টায় কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনের ভার্চুয়ালি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির দুরভিসন্ধি আমরা বুঝে গেছি। আওয়ামী লীগের নেতাকর্মী তথা দেশবাসী প্রস্তুত, নাশকতাকারীদের বিরুদ্ধে এবার রুখে দাঁড়াবে।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুজিবুল হকের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ। বিশেষ বক্তা ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

এছাড়াও কুমিল্লার স্থানীয় সংসদ সদস্য ও দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

Exit mobile version