স্পোর্টস ডেস্ক : নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালে শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডকে ৬ রানে হারিয়েছে স্বাগতিকরা। কাল শিরোপা নির্ধারণী লড়াইয়ে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
কেপটাউনে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৬৪ রান করে দক্ষিণ আফ্রিকা। ওপেনিং জুটিতে ৯৬ রান তোলেন লরা উলভার্ট ও তাজমিন ব্রিজ। ৫৩ রানে আউট হন লরা। দ্বিতীয় উইকেটে মারিজান ক্যাপকে নিয়ে দলের স্কোর এগিয়ে নেন তাজমিন। ৬৮ আসে তার ব্যাট থেকে। ২৭ রানে অপরাজিত থাকেন মারিজান। ১৬৫ রানের টার্গেটে উড়ন্ত সূচনা করে ইংল্যান্ড।
ওপেনার ড্যানি ৩৪ ও সোফিয়া ডাঙ্কলে ২৮ করেন। অধিনায়ক হিদার নাইটের সাথে নাট সিভার ব্রান্টের জুটিতে স্কোর সমৃদ্ধ হতে থাকে ইংল্যান্ডের। ৪০ করে ফেরেন সিভার ব্রান্ট। বাকি সতীর্থদের নিয়ে অধিনায়কের লড়াকু ব্যাটিংয়ে জয়ের সম্ভাবনা তৈরি হয় ইংল্যান্ডের। তবে প্রোটিয়া বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮ উইকেটে ১৫৮ রান তুলতে সমর্থ হয় ইংলিশরা। আয়াবোঙ্গা খাকা ৪টি ও সাবনিম গিল নেন ৩টি উইকেট। ম্যাচ জিতে আনন্দে মেতে ওঠে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। নিজেদের ক্রিকেট ইতিহাসে নারী-পুরুষ মিলিয়ে যে কোনো সংস্করণের বিশ্বকাপে এবারই প্রথম ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা।