স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে দুই নাম্বার গ্রুপের খেলায় নামিবিয়াকে ১৬১ রানের লক্ষ্য ছুঁড়ে দিল আফগানরা। দুই ওপেনারের দুর্দান্ত সংগ্রহের পর ব্যাট হাতে ঝড় তোলেন অধিনায়ক মোহাম্মদ নবী। তাতেই নামিবিয়ার সামনে বড় লক্ষ্য গড়লো তার দল। আজ রোববার আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে এসে পাঁচ উইকেট হারিয়ে ১৬০ রান তোলে আফগানিস্তান।

ব্যাট করতে এসে দুর্দান্ত শুরু করেন দুই আফগান ওপেনার হজরতউল্লাই জাজাই ও মোহাম্মদ শেহজাদ। তাদের ৫৩ রানের জুটি ভাঙেন জেজে স্মিট। ৩৩ বলে ৪৫ করে সাজঘরে ফেরেন জাজাই। নতুন ব্যাটসম্যান রহমানউল্লাহ গুরবাজকে(৪) থিতু হওয়ার আগেই ফেরান রোবেন ট্রাম্পেলম্যান।

ওপেনার শেহজাদের সঙ্গে আজগর আফগানের ২১ রানে জুটি ভাঙেলে ফেরেন শেহজাদ। ২৭ বলে ৩৩ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ১৬তম ওভারের চতুর্থ বলে নাজিবুল্লাহ জর্দান ফিরলে ক্রিজে আসেন মোহাম্মদ নবী। আজগর আফগানকে গিয়ে ঝড়ো ব্যাট করেন তিনি। তার ১৭ বলে অপরাজিত ৩২ রানের ইনিংসে ভর করে ১৬০ রানের সংগ্রহ পায় আফগানরা।