স্পোর্টস ডেস্ক : চোট শঙ্কা সঙ্গে নিয়েই আরও একটি মাস্টারক্লাস পারফরম্যান্স উপহার দিলেন নোভাক জোকোভিচ। আন্দ্রে রুবলেভকে সরাসরি সেটে গুঁড়িয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমি-ফাইনালে উঠলেন সার্ব তারকা।
প্রতি ম্যাচের মতো এদিনও জোকোভিচকে দেখা যায় বাম ঊরুতে টেপ পেচিয়ে কোর্টে নামতে। তবে তা তার দুর্দান্ত পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলতে পারেনি। মেলবোর্ন পার্কে রড লেভার অ্যারেনায় বুধবার (২৫ জানুয়ারি) পঞ্চম বাছাই রুবলেভ যা একটু ঘুরে দাঁড়ানোর আশা জাগান তৃতীয় সেটে, কিন্তু জোকোভিচকে আটকানোর জন্য তা যথেষ্ট ছিল না। ৬-১, ৬-২, ৬-৪ গেমে জিতে বছরের প্রথম এই গ্র্যান্ড স্ল্যামে রেকর্ড দশম শিরোপার লক্ষ্যে এগিয়ে যান তিনি।
পুরুষ এককে রাফায়েল নাদালের ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করতে একটি ট্রফি চাই জোকোভিচের। এই অস্ট্রেলিয়ান ওপেনেই তা হয়ে যাওয়ার জোর সম্ভাবনা দেখা যাচ্ছে। অস্ট্রেলিয়ার মাটিতে এই নিয়ে টানা ৩৯ ম্যাচ জিতলেন জোকোভিচ। চলতি আসরে এখনও পর্যন্ত কেবল একটি সেট হেরেছেন তিনি, দ্বিতীয় রাউন্ডে টাইব্রেকে। আর মেলবোর্ন পার্কে জিতলেন টানা ২৬ ম্যাচ।
সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের তালিকায় শীর্ষে নাদালের পাশে বসতে জোকোভিচের আর চাই কেবল দুটি জয়।