অনলাইন ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ইয়ারগোজ গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। বন্দুকধারীরা সপ্তাহান্তে হামলার পাশাপাশি অনেক মানুষকে অপহরণও করেছে, যার মধ্যে মধ্যে নারী ও শিশু রয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে সোমবার (১০ জুন) রয়টার্স এ খবর জানিয়েছে।

স্থানীয় বাসিন্দা হাসান ইয়াউর জানান, স্থানীয় সময় রবিবার রাতে কাটসিনা রাজ্যের কাংকরা এলাকার ইয়ারগোজে কয়েক ডজন বন্দুকধারী হামলা চালায়।

তিনি রয়টার্সকে ফোনে বলেন, ‘তারা (বন্দুকধারী) মানুষের ওপর বিক্ষিপ্তভাবে গুলি চালিয়েছে। আমার ছোট ভাইসহ ৫০ জনেরও বেশি নিহত হয়েছে।’ এ সময় অনেক গ্রামবাসীকে অপহরণ এবং অনেক সম্পত্তি লুট করা হয়েছে বলেও জানান তিনি।

আক্রমণ থেকে অল্পের জন্য রক্ষা পাওয়া আরেক বাসিন্দা আবদুল্লাহি ইউনুসা কানকারা বলেন, ‘বন্দুকধারীদের হামলা সোমবার ভোর পর্যন্ত অব্যাহত ছিল।

আমাদের শহর মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। গ্রামের প্রায় প্রতিটি বাড়িই এই হামলার শিকার হয়েছে।’
কানকারা আরো বলেন, ‘কতজনকে অপহরণ করা হয়েছে তা নির্ধারণের জন্য আমরা গ্রামবাসীদের গণনা করছি। আজ সকালে আরো মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে এই হামলার বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধে তৎক্ষণাৎ সাড়া দেয়নি কাটসিনা পুলিশ কর্তৃপক্ষ।

গণমাধ্যমটির তথ্য অনুসারে, নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট বোলা টিনুবু ক্ষমতায় এসেছিলেন। এর এক বছর পর দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে সশস্ত্র হামলা প্রায় নিয়মিত হয়ে উঠেছে। বন্দুকধারীদের হামলা ঠেকাতে কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে।