রীনা গুলশান : গতকাল থেকেই প্রিয়তার লেবার পেইন উঠেছিল। এখনও বাচ্চা হবার ডেট দেড় সপ্তাহ দেরী ছিল। তাই ভেবেছিল একবার অফিস হয়ে আসবে। একটা ফাইল দেবার ছিল। প্রায় ৩ সপ্তাহ আগে থেকেই সে বাসায় বসে কাজ করছিল। কারণ ওর বেবী বাম্প যথেষ্ঠ বড় হয়ে গিয়েছিল। পায়েও পানি এসেছিল। কিন্তু ফাইলটা দিতে যাবে বলে ঠিক করলো, তার কিছু আগে থেকেই বেশ ঘন ঘন বাথরুম আসছিল। তারপরই কোমরের জোর কেমন জানি কমে আসছিল। তলপেটে কেমন জানি একটা খিঁচ ব্যথা শুরু হলো। বুঝতে পারছে ব্যথাটা কমার কোন লক্ষন নাই। ৩/৪টা বাড়ির পরেই ওর অফিসের একজন কলিগ থাকে। তাকেই অগত্যা ফোন করলো, বললো ভালো লাগছে না। ফাইলটা নিয়ে যেতে। একটু পরই মা এসেছিলো দুধের মধ্যে মধু দিয়ে ওকে খাওয়াতে। ওর মুখের দিকে তাকিয়েই, মা উৎকন্ঠিত গলায় বললো –

: কি রে শরীর খারাপ লাগছে
: হু । কেমন যেন তলপেটে খিঁচ ব্যথা, দাঁড়াতেই পারছি না।
: সে কিরে? সময়তো এখনও ১২/১৪ দিন বাকি।
মা দ্রæত ডাঃ এর ক্লিনিকে ফোন করলো। একজন আর এন ফোন ধরেছিলো, সব শুনে বললো, দ্রæত নিয়ে যেতে। বাবা অলরেডী অফিসে চলে গেছে। তবু মা খুব দ্রæত তাকে একটা এস এম এস করলো। ক্লিনিকে যাবার ব্যাগ অনেক আগে থেকেই ডাঃ এর চার্ট অনুযায়ি গোছানো ছিলো। তবু দ্রæত হাতে একবার চেক করলো। প্রিয়তা ফাইলটা ছোট বোন সৌমির হাতে দিয়ে বললো, ন্যান্সি এলে যেন তার হাতে দিয়ে দেয়। বলতে বলতেই বায়রে কলিং বেলের আওয়াজ। দরজা খুললো ওর মা, দেখলো ন্যান্সি এসে হাজির-
: কি ব্যাপার প্রিয়তার কি খবর? – খুব উৎকন্ঠিত মুখে জানতে চাইলো প্রিয়তার ৬ বছরের কলিগ এবং বহুদিনের পড়শি। যদিও ওদের ফিল্ড আলাদা। তবু ওদের সখ্যতা বহুদিনের। ন্যান্সি দুই বাচ্চার মা, তাই প্রিয়তার মুখ দেখেই বুঝে ফেললো, যে প্রিয়তার লেবার পেইন শুরু হয়েছে।

ন্যান্সি বললো, তার আর কোন হেল্প লাগবে কিনা? ওর মা পারভীন আক্তার বললো,
: না মা, তুমি ফাইলটা শুধু অফিসে পৌঁছে দিও, তাহলেই হবে। ওর মা নিজেই ড্রাইভ করতে পারে। সংসারের নব্বই ভাগ কাজ তাকেই করতে হয়। প্রিয়তার বাবা আহাদ শিকদার, ব্যাংকের একজন ফাইন্যান্স অফিসার। তার কাজ বাড়ি টু অফিস, অফিস টু বাড়ি। খুবই অলস প্রকৃতির মানুষ। খুব সরল সোজা মানুষ। কোন কিছুর মধ্যেই সে থাকতে চায় না। তাইতো পারভীনকেই শক্ত হাতে সংসারের হাল ধরতে হয়েছে।

আজ ১৮ বছর কানাডায় এসেছে। প্রথম দু’বছর খুব কষ্ট করেছে। তিন বাচ্চার স্কুলে আনা-নেওয়া আবার পার্টটাইম একটা জবও করতে হয়েছে। বাসার সব কাজতো রইলোই। আহাদ তখন এখানে ওখানে পার্ট টাইম জব করে, আর তার স্পেসিফিক জবের জন্য রিজুমি দিয়ে বেড়ায়। যদিও বাংলাদেশে তার সুদীর্ঘ ১৭ বছরের ব্যাংকিং এক্সপেরিয়েন্স ছিলো। তবু এই জব পেতে তাকে প্রায় আড়াই বছর অপেক্ষা করতে হয়েছে। সে ঢাবি থেকে ফাইন্যান্সে মাস্টার্স। তবু আবারো এখান থেকে আড়াই বছরের মধ্যে ফাইন্যান্সের উপর দু’ বছরের একটা ডিপ্লোমা করেছে। আবার উইকেন্ডে ফুল টাইম আর উইক ডেতে রাতের সিফটে জব করেছে। অতপর, সি আই বি সি তে জবটা পেয়েই গেলো। ৫/৬ বছরের মাথায় স্কারবরোতে প্রায় ৪৫ বছরের পুরানো এই বাড়িটা বেশ সস্তায় পেয়ে কিনে ফেলেছিলো। অবশ্য পরে রেনোভেশনে ভালো টাকা খরচা হয়েছে। বেজমেন্টের এক্সিট ছিলো না। ওটাকে লিগালাইজ করে, এক্সিট করতে ভালো টাকা গচ্চা গেছে। অবশ্য এখন তাই ১৬০০$ ডলার ভাড়াও পাচ্ছে। পর পর দুই মেয়ে – প্রিয়তা, অমিতা। চার বছরের ব্যবধানে ছোট মেয়ে সৌমি। প্রিয়তা – সফটওয়্যার ইঞ্জিনিয়ার। অমিতা- বায়োটেকনোলোজিস্ট। ছোট মেয়ে – রায়ারশন বিশ্ববিদ্যালয়ে নার্সিং দ্বিতীয় বর্ষে আছে। জীবনটা বেশ গুছিয়ে নিয়েছে। যদিও তার জন্য স্বামী, স্ত্রীর প্রচুর সংগ্রাম করতে হয়েছে।

ওদের বাসা থেকে ক্লিনিকের দূরত্ব ১৫ মিনিটের ড্রাইভ। যদিও প্রিয়তা খুব বেশি শান্ত স্বভাবের এবং এতক্ষণ চুপচাপ ছিলো। এতক্ষণে হাল্কা কষ্টের শব্দ করছে। তার মানে এখন প্রচন্ড ব্যথা হচ্ছে। পারভীন ড্রাইভ করছে। পেছনে প্রিয়তাকে ধরে বসে আছে সৌমি। অমিতা মেনিটোভায় থাকে। ওর ওখানেই জব হয়েছে। সেখানে একটা স্টুডিও এপার্টমেন্ট রেন্ট করে থাকে।

সকালে যখন হাল্কা ব্যথা হচ্ছিলো, তখনই সে আতিককে ফোন দিয়েছে। সে রিসিভ করেনি। এখন গাড়িতে বসে আরো একবার এস এম এস করলো ডিটেলস জানিয়ে। আতিকের ফোন আসতে যত দেরী হচ্ছে; প্রিয়তার অস্থিরতা আরো বেড়ে চলেছে। লেবার পেইনের সাথে আতিকের দেওয়া এই নিস্পৃহ পেইনে; সে কেমন জানি বিভ্রান্ত বোধ করছে। হাসপাতালের গেটে চলে এসেছে। পারভীন, সৌমিকে বললো : তুই ওকে ধরে ধরে নিয়ে যা, আমি গাড়ি পার্কিং করে আসছি।

কষ্ট হলেও প্রিয়তা নিজেই তার ডাঃ এর রুমে চলে এলো। ডাঃ জেনেট খুবই নরম মনের মহিলা। ওকে দেখেই, নিজেই উঠে এলো, তারপর ওকে ধরে একটা রুমে নিয়ে গেলো। সৌমিকে চোখের ঈশারা করে বললো চলে যেতে। সৌমি খুব নার্ভাস ফিল করছিলো। এখন রুমের সামনে হলওয়েতে দাঁড়িয়ে কান্না শুরু করে দিলো। সে আপুর কষ্ট সহ্য করতে পারছিলো না।

এমন সময় আব্বুর ফোন এলো-
: কি রে সৌমি, তোর মা ফোন ধরছে না কেনরে?
: আম্মু তো গাড়ি পার্কিং করতে গেছে; সৌমি ফুপিয়ে বললো।
: তুই কাঁদছিস কেন?
: আপুর খুব কষ্ট হচ্ছে।
: কান্না থামা। দোয়া ইউনুস পড়। আমি এখুনি আসছি- আহাদ অস্থির কন্ঠে বললো।
নিরবিচ্ছিন্ন চরিত্রের আহাদ জীবনে কোনদিন ভার নিতে শেখেনি। আর এই প্রায় শেষ জীবনে এসে (তার পেনশনের আর ৪ বছর আছে) একি পাকে সে জড়িয়ে যাচ্ছে!
“কোনদিন যে ভোর দেখে না সে একদিন হঠাৎ জেগে উঠলো
চুম্বক টানে বাইরে এসে সে ধারাস্নান নিল
বেদনারা কোয়ার মত আলোয়
…..
তুলোর আগুনের মত ধিকিধিকি করে পুড়ে যাচ্ছে সব স্বপ্ন
সে ভেবেছিল শেষ নিঃশ্বাস ফেলার আগে দ্রæত যত পারা যায় ঘন ঘন নিশ্বাস নিয়ে যাবে।”
কিন্তু আহাদের মাথার ভেতরে এখন কয়েক টনের ভারে সে ন্যুব্জ। তাদের এই প্রথম নাতি আসছে। আনন্দে কোলাহলে তাদের ফেটে পড়ার কথা। কিন্তু বুকের ভেতরে কেন আনন্দ বাজছে না? বরং প্রিয়তার কথা ভেবে তার বুকের ভেতরটা চৌচির হয়ে যাচ্ছে। আহা তার অতি সরল, কিছুটা বোকা বোকা, খুউব শান্ত মেয়েটার কপালে একি দূর্গতি! সে এখন কি করবে? কি ভাবে তার এই অসম্ভব ভালো মেয়েটির ওষ্ঠে আবার হাসি এনে দিবে?
সিসটারের কাছে পারমিশন নিয়ে সে লেবার রুমে গেল। দেখলো তার স্নিগ্ধ পদ্মের মত মেয়েটির মুখখানি বিষন্ন, বিবর্ণ। সে পায়ে পায়ে প্রিয়তার কাছে গিয়ে মাথায় হাত রাখলো। সাথে সাথে ওর চেপে রাখা দুঃখগুলো এক সাথে স্রোতের ধারায়, অশ্রু হয়ে বেরিয়ে এলো। আহাদ বিড়বিড় করে বললো-
: কাঁদে না মা, কাঁদে না। সব ঠিক হয়ে যাবে (যদিও সে জানে কিছুই আর ঠিক হবে না)।
: আব্বু, আমি আতিক কে ফোন করেছি, এস এম এস দিয়েছি, কোন কিছুরই জবাব দিচ্ছে না।
: হু, অফিসেতো, তাই বোধহয় জানতে পারছে না, (যদিও জানে, সে কঠিন মিথ্যা বলছে। একশত ভাগ স্তোক বাক্য বৈ আর কিছু নয়, তবু তাকে করতে হচ্ছে এই অভিনয়।)
এমন সময় ডঃ জেনেট এসে বললো : প্রিয়তার হাসবেন্ড এখনো আসছে না কেন?
: ডাঃ প্লিজ তুমি এক মিনিটের জন্য বায়রে আসো।
সাথে সাথে ডাঃ জেনেট বেরিয়ে এলো। প্রশ্ন নিয়ে আহাদের দিকে চেয়ে রইলো। আহাদ অনেকটা ফিসফিস করে বললো : ওর হাসবেন্ড আর আসবে না। দু ‘সপ্তাহ আগেই আমি আতিকের পাঠানো ডিভোর্স এর উকিল নোটিস পেয়েছি। কিন্তু আমি প্রিয়তার এডভান্স স্টেজ বলে, ওকে এটা জানাইনি। শুধু ওর মা আর আমি জানি।
: ওহ। পুওর বেবী!, খুব ভালো করেছো তুমি ওকে না বলে। ওর আইরন লেভেল খুব কম ছিলো। হয়ত ব্যাপারটা জানতে পারলে একটা এক্সিডেন্ট হয়ে যেতে পারতো। (চলবে)