অনলাইন ডেস্ক : নিজের নতুন আসন মেদিনীপুরের নন্দীগ্রামে প্রচারে গিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার রাতে পথ চলার সময় হঠাৎ ঢুকে পড়লেন একটি দোকানে। চা বানালেন নিজে এবং খেয়েছেনও। অন্যদেরও চা খাওয়ান। তাকে চা বানাতে দেখে রাস্তার ধারে ভিড় জমে যায়। এদিকে বিজেপির বিরুদ্ধে হিন্দু কার্ড (তাস) খেলার অভিযোগ তুলেছেন তিনি।
প্রচারণায় মমতা বলেন, ধর্ম নিয়ে রাজনীতি করছে, হিন্দু-মুসলমান নিয়ে ভাগাভাগি করছে। আমি হিন্দু ঘরের মেয়ে। হিন্দু কার্ড খেলবেন না। আগে বলুন, আপনারা কি আসল হিন্দু? হিন্দু ধর্ম নিয়ে আমার সঙ্গে প্রতিযোগিতা করতে আসবেন না। যদি পারেন তো প্রতিযোগিতায় নামুন। এরপর মঞ্চে দাঁড়িয়ে মমতা অনেকক্ষণ চণ্ডীপাঠ করেন।
মমতা বলেন, আপনাদের অনুমতি নিয়েই আমি নন্দীগ্রাম থেকে নির্বাচনে দাঁড়িয়েছি। অনেক চক্রান্ত, অনেক কুৎসা চলছে। কোনো প্ররোচনায় পা দেবেন না। ২৯৪টা আসনেই তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়ী করুন। তিনি বলেন, এই নন্দীগ্রাম থেকেই আন্দোলন শুরু করেছিলাম। নন্দীগ্রামে রাস্তায় বসে আমি আন্দোলন করেছি। তখন কেউ কেউ ভয়ে আসেননি।
তিনি বলেন, আমি বাংলারই মেয়ে। রাজস্থানের গুণ্ডা নই। কোনো বহিরাগত কি বাংলার মুখ্যমন্ত্রী হতে পারে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে মমতা বলেন, নির্বাচনের সময়ে মিথ্যে কথা বলছেন। বুকের পাটা থাকলে সত্যি কথা বলবেন। ১ এপ্রিল নন্দীগ্রামে ভোট, ওদের এপ্রিল ফুল করে দিন। ১ এপ্রিল খেলা হবে। ভয় পাবেন না।