অনলাইন ডেস্ক : বর্ষপঞ্জি থেকে চলে গেলো আরও একটি বছর। নতুন উদ্দীপনা ও প্রেরণার ঝুলি নিয়ে বিশ্বের দরবারে হাজির নতুন বছর। পুরনো বছরের গ্লানি ও আক্ষেপ ভুলে শান্তিময় সুন্দর আগামীর প্রত্যাশায় চলছে উদযাপন। যাতে অংশ নিয়েছেন সব বয়সী মানুষ। ‘এ বছর আর কোন নতুন কোন যুদ্ধ নয়, চাই সমৃদ্ধি ও শান্তিময় ধরণী’- অনেকের কণ্ঠেই এই বার্তা।

নতুন বছরকে স্বাগত জানাতে ব্যস্ত ইউরোপ থেকে আমেরিকা, এশিয়া থেকে আফ্রিকা। রঙিন আতশবাজি, আলোকসজ্জার ঝলমলে আলোয় ২০২৫ কে বরণ করে নিচ্ছেন বিশ্বের কোটি কোটি মানুষ।

ভৌগলিক কারণে সবার আগে নতুন বছর এসেছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র কিরিবাতিতে। নতুন বছরের প্রথম প্রহরে আলোর খেলা শুরু হয় নিউজিল্যান্ডের আকাশে। ঘড়ির কাটা ১২টা ছোঁয়ার সাথে সাথে বর্ণিল আতশবাজি, লেজার লাইটের আলোকচ্ছটায় ছেয়ে যায় স্কাই টাওয়ার।

বর্ষবরণের উদযাপনে রঙিন হয়েছে অস্ট্রেলিয়ার সিডনির হারবার ব্রিজ ও অপেরা হাউজ। রঙ বেরঙের আলোর ঝলকানির সাথে আতশবাজির শব্দে আনন্দ উল্লাসে মেতে ওঠেন লাখ লাখ মানুষ। এ বছর ৯ টন আতশবাজির প্রদর্শনী হয় সিডনিতে।

নববর্ষ ২০২৫ উদযাপনে বর্ণিল সাজে সেজেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ার। সেখানে প্রায় ১০ লাখ মানুষের সমাগম হয়েছে বলে ধারণা কর্তৃপক্ষের।

নতুন বছরের এই রঙিন উদযাপন যেন সবার জীবনে বয়ে আনে আনন্দ, শান্তি আর সমৃদ্ধির বার্তা।