জামিলুর রহমান
অবলা পশু জবাই করে
নাম দিয়েছো কোরবানি
হে ধার্মিক তুমি,
কি করছো ভেবেছো একবার?
মিছেই হবে উৎসব তোমার,
যদি হৃদয়ের পশুকে
উৎসর্গ না করে
বিশুদ্ধ হও আবার।
পশ্চিম মুখে উঠে, বসে, মাথা নুয়ে
নাম দিয়েছো নামাজ
হে নামাজি তুমি,
কি করছো ভেবেছো একবার?
বৃথাই হবে কষ্ট তোমার
যদি সুদ-ঘুষের হিসেব
ছেড়ে না দিয়ে
সত্যবাদি হও আবার।
সারা দিন না খেয়ে
বাহারি ইফতারে
নাম দিয়েছো রোজা,
হে রোজাদার তুমি
খাওনি কেন ভেবেছো একবার?
নষ্ট হবে কষ্ট তোমার
যদি রিপুর সংযমে না গিয়ে
সাধনা করো আবার।
কয়েক লাখ খরচ করে
হজ্জের সনদ নিতে
উদ্যত হে হাজী,
কি করছো ভেবেছো একবার?
বৃথাই হবে এ দরশন
অসহায় মাতা ও ভুখার
না করে সমাধান
যদি হয় পবিত্র পথে গমণ তোমার।