বিনোদন ডেস্ক : বলিউডের উদীয়মান পরিচালক সনোজ মিশ্র। ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ সিনেমা নির্মাণসূত্রে পরিচিতি লাভ করে। এরপরই অগ্নিগর্ভ মণিপুর নিয়ে সিনেমার ঘোষণা করেন। সে সিনেমার কাস্টিংয়ে মহাকুম্ভের ভাইরাল মোনালিসা ভোঁসলেকে নিয়ে ঘোষণা করে দারুণ চর্চায় আসেন তিনি।

সে সময় তিনি ঘোষণা করেছিলেন বলিউডের আর পাঁচজন অভিনেত্রীর মতো এই মেয়েটি অর্ধনগ্ন হয়ে ছবি পোস্ট করে না। ভীষণই সাদামাটা।’ সনোজ মিশ্রর এমন কটাক্ষ নিয়ে অনেকেরই ভ্রু আন্দোলিত হয়েছিল। এবার সেই পরিচালকই ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার।

সোমবার (৩১ মার্চ) ঝাঁসির এক তরুণীর করা মামলার ভিত্তিতে দিল্লির নবি করিম পুলিশ তাকে আটক করে।

আনন্দবাজার পত্রিকা জানায়, ঝাঁসির এক তরুণীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে রোববার সনোজ মিশ্রকে গ্রেপ্তার করেছে নবি করিমের পুলিশ। ওই তরুণীর অভিযোগ, ২০২১ সালে সনোজের সঙ্গে তার পরিচয় হয়।

এরপর বিভিন্ন প্রলোভন দেখিয়ে এক রিসোর্টে নিয়ে গিয়ে তাকে মাদক মিশ্রিত পানীয় খাইয়ে ধর্ষণ করা হয়। শুধু তাই নয়, আপত্তিকর ছবি ও ভিডিও তুলে ব্ল্যাকমেল করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এদিকে, এই ঘটনায় অনিশ্চয়তার মুখে পড়েছে সনোজ মিশ্র পরিচালিত ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ সিনেমাটি, যেখানে অভিনয়ের কথা ছিল মহাকুম্ভের ভাইরাল মুখ মোনালিসা ভোঁসলে।

সনোজ মিশ্র এর আগে ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ সিনেমা পরিচালনা করে পরিচিতি পান। তবে তার বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের কারণে বলিউডে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।