Home কানাডা খবর ‘দ্রোহ ও জলের প্রণয়’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব

‘দ্রোহ ও জলের প্রণয়’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব

প্রকাশনা উৎসবে বক্তব্য রাখছেন এমপিপি ডলি বেগম

অনলাইন ডেস্ক : গত ৭ই মে, শনিবার, টরন্টোর ৩০০০ ড্যানফোর্থের গোল্ডেন এজ সেন্টারে কবি রেজা অনিরুদ্ধ’র প্রথম কাব্যগ্রন্থ ‘দ্রোহ ও জলের প্রণয়’ এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। আহমেদ হোসেন-এর সভাপতিত্বে এই অনুষ্ঠানের সঞ্চালনা করেন হাসি রহমান। প্রকাশনা উৎসবে নতুন গ্রন্থের জন্য শুভেচ্ছা বক্তব্য রাখেন স্ক্যারবরো সাউথওয়েস্ট-এর এমপিপি ডলি বেগম। কবি ছাড়াও প্রকাশনা উৎসবে গ্রন্থ নিয়ে আলোচনা করেন আকবর হোসেন, শেখর গোমেজ, ফাইজুল করিম, মেহরাব রহমান, কাজী হেলাল এবং মনিস রফিক। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন অরুণা হায়দার এবং কবিতা পাঠ করেন দিলারা নাহার বাবু।

Exit mobile version