স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় টেস্টেও করোনা নেগেটিভ হয়েছেন ভারতফেরত বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। শনিবার প্রথম টেস্টে নেগেটিভ ফল আসে তার।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন চৌধুরী।
তিনি জানান, ভারত থেকে ফেরায় সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের ব্যাপারে বাড়তি সতর্ক বিসিবি। শনিবার প্রথম টেস্টে নেগেটিভ এলে দ্বিতীয় টেস্টের জন্য নমুনা নেওয়া হয় তাদের। আজ রোববার ওই টেস্টের ফলও হাতে এসেছে। সাকিবের ফল নেগেটিভ এসেছে। তবে নেগেটিভ হলেও এখনই কোয়ারেন্টিনমুক্ত হতে পারবেন না সাকিব।
উল্লেখ্য, ভারতে করোনাভাইরাস ঊর্ধ্বমুখী হওয়ায় মাঝপথেই বন্ধ হয়ে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।
আইপিএল স্থগিত হওয়ায় নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরেন কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার সাকিব আল হাসান ও রাজস্থান রয়েলসের তারকা পেসার মোস্তাফিজুর রহমান।
দেশে ফিরে সাকিব উঠেছেন গুলশানের একটি হোটেলে আর মোস্তাফিজ উঠেছেন কারওয়ানবাজারের একটি পাঁচতারকা হোটেলে। সেখানেই ১৪ দিনের কোয়ারেন্টিনে রয়েছেন তারা।