Home আন্তর্জাতিক দেড় মাস পর কমলাকে অভিনন্দন জানালেন পেন্স

দেড় মাস পর কমলাকে অভিনন্দন জানালেন পেন্স

অনলাইন ডেস্ক : মার্কিন নির্বাচনে জয়লাভের প্রায় দেড় মাস পর নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্টের জয় মেনে না নিলেও তাঁর প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স কমলা হ্যারিসকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, ১৪ জানুয়ারি অভিনন্দন জানিয়ে কমলা হ্যারিসকে ফোন করেছেন মাইক পেন্স। এ সময় তিনি কমলাকে সব ধরনের সহযোগিতা করার প্রস্তাব দিয়েছেন। আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই দুই নেতা ফোনে কথা বলেছেন।

গত বছরের অক্টোবরে নির্বাচনী বিতর্কে মুখোমুখি দাঁড়িয়েছিলেন কমলা ও পেন্স। অক্টোবরের পর এবারই তাঁদের প্রথম আলোচনা হলো।

প্রতিবেদনে আরও বলা হয়, আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিস শপথ নেবেন। শপথ অনুষ্ঠানে না থাকার কথা আগেই জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই ওয়াশিংটন ছেড়ে চলে যাবেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে প্রশাসনের একজন কর্মকর্তা জানিয়েছেন, আগামী ২০ জানুয়ারি শপথ নেওয়ার আগেই পেন্স ও তাঁর স্ত্রী কারেন নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলার বাসভবনে যাওয়ার কথা। সেখানে তাঁরা কমলা ও তাঁর স্বামী ডগ এমহফের সঙ্গে সাক্ষাৎ করবেন।

 

Exit mobile version