Home জাতীয় দেশে ডেঙ্গু বাড়ছে, সচেতন হতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

দেশে ডেঙ্গু বাড়ছে, সচেতন হতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বর্তমানে সকল জেলায় ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। হাসপাতালে ভর্তি রয়েছেন তিন হাজারের বেশি রোগী। আমরা চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি। কিন্তু রোগীর সংখ্যা কমানো না গেলে মৃত্যুর সংখ্যা কমানো সম্ভব না। তাই মানুষকে দ্রুত সচেতন হতে হবে।’

আজ মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ৫০০ ‘মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের সঙ্গে যৌথভাবে কাজ করছি আমরা। ফলে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। যেসব এলাকায় বেশি মশা আছে সেসব এলাকায় স্থানীয় প্রশাসনকে তৎপর হতে হবে। মশা কমে আসলে আক্রান্তের সংখ্যাও কমে আসবে। আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যতটা সম্ভব সহযোগিতা করব।’

Exit mobile version