Home অর্থনীতি দেশের বাজারে আরও ২ হাজার টাকা কমল স্বর্ণের দাম

দেশের বাজারে আরও ২ হাজার টাকা কমল স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক : দেশের বাজারে সব ধরণের স্বর্ণের দাম আরও কমলো। ভরি প্রতি দুই হাজার ৪১ দশমিক ২০ টাকা দাম কমানো হয়েছে বলে জানানো হয়েছে। আগামীকাল বুধবার থেকে এই নতুন দামে বিক্রি হবে সোনা।

এই হিসেবে ২২ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬৯ হাজার ১০৯ দশমিক ২০ টাকা। মঙ্গলবার পর্যন্ত এই মানের স্বর্ণের দাম ছিল ৭১ হাজার ১৫০ দশমিক ৪০ টাকা। ভরিতে দাম কমেছে দুই হাজার ৪১ দশমিক ২০ টাকা।

আজ মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে বাংলাদেশ জুয়েলারি সমিতির প্রেস বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর খবর গণমাধ্যমে জানানো হয়েছে। এ নিয়ে চলতি বছরে একটানা তিনধাপে স্বর্ণের দাম মোট কমলো পাঁচ হাজার ৫৪০ টাকা।

Exit mobile version