অনলাইন ডেস্ক : বাংলাদেশে মহামারি আকারে বেড়েছে ধর্ষণ, গণধর্ষণ, নারী ও শিশুর প্রতি সহিংস আচরণ। ঘটনাগুলোর সঙ্গে খুনও যেন নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতিদিনই ধর্ষিত হচ্ছেন কারও মা-বোন, সন্তান কিংবা স্ত্রী। এমন পরিস্থিতিতে দেশের নারী এবং শিশুদের রক্ষায় এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে জার্মানির বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশে ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনায় দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এবং নারী ও শিশুদের প্রতি সহিংসতার প্রতিবাদে প্রবাসী নাগরিক সমাজ এ বিক্ষোভের আয়োজন করে। এতে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মীর মোনাজ হক, শারিকা সিরাজ, আজিজুর রহমান খান আসাদ, বাবুল সাঈদ, বিরগিটে, তন্বী নওশিনসহ আরও অনেকে।
তারা বলেন, নারীদের পোশাকের দোহাই দিয়ে ধর্ষণ একটি অজুহাত মাত্র। বরং বিচারহীণতার সংস্কৃতি, ক্ষমতাসীনদের স্বৈরচারী আচরণ, শিক্ষানীতিতে অসংগতি, ভিন্ন সংস্কৃতির, সম্প্রদায়ের মানুষের প্রতি সম্মান না রাখা এবং সামাজিক দায়বদ্ধতার অভাবকেই দুষছেন সমাবেশকারীরা।