Home রাজনীতি দেশের উন্নয়নে জনগণ খুশি, শুধু অখুশি বিএনপি: ওবায়দুল কাদের

দেশের উন্নয়নে জনগণ খুশি, শুধু অখুশি বিএনপি: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্ব সংকটেও শেখ হাসিনার সততা দেখে এবং দেশের উন্নয়নে জনগণ খুশি। শুধু অখুশি বিএনপি। তাদের অন্তঃজ্বালা।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে মোহাম্মদপুর কাদেরাবাদ হাউজিংয়ে অনুষ্ঠিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বিএনপির মুখে খই ফুটেছে। তাদের আন্দোলনের নদীতে গণজোয়ার আসে না। শর্ট মার্চ থেকে তারা নাকি লং মার্চে যাবে। বিএনপির সবই ভুয়া।

তিনি বলেন, গণতন্ত্র সম্মেলনে কেউ দাওয়াত দিলো কি না-সেটা শেখ হাসিনা সরকার পরোয়া করে না।

ওবায়দুল কাদের আরও বলেন, নিষেধাজ্ঞার জন্য কত তদবির করলো বিএনপি, কিন্তু কিছুই করতে পারেনি।

Exit mobile version