অনলাইন ডেস্ক : দেশের ইতিহাসে সবচেয়ে বড় পণ্যবাহী জাহাজ নোঙ্গর করেছে মাতারবাড়ি সমুদ্র বন্দরে। ইন্দোনেশিয়া থেকে ৬৩ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে এমভি অউসা মারো নামের এই জাহাজটি মঙ্গলবার () বিকেলে মাতারবাড়ি বন্দরে করে।
কক্সবাজার জেলার মহেশখালী বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লাবহনকারী এই জাহাজের গভীরতা ১৪ মিটার এবং এটি ২৩০ মিটার দীর্ঘ। এর আগে চট্টগ্রামসহ দেশের কোনো বন্দরে এই বিশাল আকৃতির জাহাজ প্রবেশের সুযোগ হয়নি। এর মাধ্যমে বিশ্ব আমদানি রপ্তানি বাণিজ্যে নতুন ইতিহাস সৃষ্টি করলো বাংলাদেশ।
পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড-সিপিজিসিবিএল এর নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ জানান, জাহাজটির ধারণ ক্ষমতা ৮০ হাজার মেট্রিক টন। তবে জাহাজটি মোট ৬৩ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে এসেছে। কেন্দ্রের জন্য কাঁচামাল নিয়ে এই প্রথম কোনো বড় জাহাজ এলো। এর আগে বিদ্যুৎ কেন্দ্রের জন্য বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে ১১২ টি জাহাজ এই জেটিতে ভিড়েছে বলেও জানান তিনি।
‘অউসো মারু’ নামের এই জাহাজে থাকা কয়লা খালাস করতে ছয়-সাতদিন সময় লাগতে পারে জানিয়ে আবুল কালাম আজাদ বলেন, ভবিষ্যতে এর থেকেও বড় জাহাজ এখানে ভিড়তে পারে। ইন্দোনেশিয়ার তারাহান থেকে কয়লা নিয়ে জাহাজটি সিঙ্গাপুর হয়ে মাতারবাড়ি পৌঁছে।