অনলাইন ডেস্ক : বাংলাদেশে উৎপাদিত ভ্যালেন্সিয়া জাতের আলু প্রক্রিয়াজাতকরণ ও আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে জাপানের এক কোম্পানি। নেদারল্যান্ডস থেকে আমদানিকৃত জাতটি দেশে প্রচলন করেছে এসিআই কোম্পানি।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে টোকিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে সাক্ষাৎ করেন জাপানি কোম্পানিটির শীর্ষ কর্মকর্তা সেইয়া কাদৌ। সেসময় এ আগ্রহের কথা জানান তিনি। এসময় এসিআই এগ্রিবিজনেসের প্রেসিডেন্ট এফএইচ আনসারী উপস্থিত ছিলেন।

সেসময় ড. রাজ্জাক বলেন, দেশে বছরে ১ কোটি টনের বেশি আলু উৎপাদিত হয়। অথচ চাহিদা রয়েছে ৬০ থেকে ৭০ লাখ। বাড়তি অংশ রপ্তানি করাই যায়। দেশে কিছু জাতের আলু উৎপাদন হয়। বিদেশে সেগুলোর চাহিদা কম। ফলে রপ্তানিযোগ্য ও শিল্পে ব্যবহার উপযোগী জাত সম্প্রসারণে গুরুত্ব দেয়া হচ্ছে।

তিনি বলেন, ইতোমধ্যে সরকারিভাবে বিদেশ থেকে অনেক উন্নত জাত এনেছে বিএডিসি। সেগুলো কৃষক পর্যায়ে সম্প্রসারণে কাজ চলছে। আলুকে অনিয়ন্ত্রিত ফসল (ডিনোটিফায়েড) ঘোষণা করেছে সরকার। যাতে উন্নত জাত আনা সহজ হয়। ওই ঘোষণার পর বেসরকারিভাবেও আলুর অনেক উন্নত জাত দেশে এসেছে। এসব আলু চাষের ফলে রপ্তানির সুযোগ সৃষ্টি হচ্ছে।

জাপানি কোম্পানির কর্মকর্তা সেইয়া কাদৌ বলেন, বাংলাদেশ থেকে ভ্যালেন্সিয়া জাতের আলুর নমুনা সংগ্রহ করা হয়েছে। সেটি জাপানের গবেষণাগারে পরীক্ষা করা হয়েছে। এতে দেখা গেছে, এটি মানসম্পন্ন ও সুস্বাদু।

তিনি বলেন, ফলে বাংলাদেশ থেকে ভ্যালেন্সিয়া জাত আমদানি করা যেতে পারে। এ নিয়ে আমরা কাজ করছি। উভয়পক্ষের প্রচেষ্টায় তা সম্ভব হবে।