Home আন্তর্জাতিক দুই দশকে প্রথমবার সমান হলো ডলার-ইউরোর মান

দুই দশকে প্রথমবার সমান হলো ডলার-ইউরোর মান

অনলাইন ডেস্ক : ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে গত ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো সমান হলো ইউরো এবং মার্কিন ডলারের বিনিময় মূল্য। চলতি বছরের শুরুর দিকের তুলনায় প্রায় ১২ শতাংশ মান কমে যাওয়ায় ডলারের সমতায় ফিরেছে ইউরো। আজ মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ও সিএনএন পৃথক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের মাঝে মুদ্রা হিসেবে মার্কিন ডলারের মান গত কয়েক সপ্তাহে বেড়েছে। এমনকি একাধিক মুদ্রার বিপরীতে মার্কিন এই মুদ্রার মান দুই দশকের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। অপরদিকে ইউরোর মান পড়ে যাওয়ায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) ২০১১ সালের পর চলতি মাসে প্রথমবারের মতো সুদের হার বাড়ানোর ঘোষণা দিয়েছে। ইউরোজোনের মুদ্রাস্ফীতির হার বর্তমানে ৮ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে। অনেকেই বলছেন, ইসিবির সুদ হার বাড়ানোর এই পদক্ষেপ ফলপ্রসূ হবে না।

১৯৯১ সালের পর গত সপ্তাহে প্রথমবারের মতো পণ্যের বাণিজ্য ঘাটতি রেকর্ড করেছে জার্মানি। দেশটিতে জ্বালানির দাম এবং সাধারণ সরবরাহ শৃঙ্খলা ভেঙে পড়ায় আমদানির ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। অন্যদিকে, কড়াকড়িতে ইউরোপের তুলনায় বেশ এগিয়ে আছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক। তারা সুদের হার ইতোমধ্যে ৭৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। একইসঙ্গে চলতি মাসে তা আরও বাড়ানো হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে।

ডয়েচে গ্লোবালের এফএক্স রিসার্চের প্রধান জর্জ সারাভেলোস গত সপ্তাহে সতর্ক করে দিয়ে বলেছিলেন, যদি ইউরোপ এবং যুক্তরাষ্ট্র মন্দায় প্রবেশ করে, তাহলে মার্কিন ডলারের এই নিরাপদ আশ্রয়ের পশ্চাদপসরণ আরও চরম আকার ধারণ করতে পারে।

Exit mobile version