Home খেলাধুলা দিনের শুরুতেই বোল্ড লিটন দাস

দিনের শুরুতেই বোল্ড লিটন দাস

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৫ উইকেট হাতে নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। প্রথম দিন বাংলাদেশের স্কোরবোর্ড আড়াইশর ঘর স্পর্শ করতে পারেনি। আজ বড় সংগ্রহের লক্ষ্য নিয়ে ক্রিজে থাকা সাকিব আল হাসান ও লিটন দাস বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা শুরু করেন।

কিন্তু মাত্র দুই ওভার পরই বোল্ড হয়ে ফিরেন লিটন দাস। জোমেল ওয়ারিকান ফেরালেন লিটনকে। দ্বিতীয় দিনে ঝুলিতে মাত্র ৪ রান যোগ করেন তিনি। এ নিয়ে ৬৭ বলে ৬ চারে ৩৮ রান করেন উইকেটকিপার ব্যাটসম্যান।

উইন্ডিজ স্পিনার ওয়ারিকানের বল কাট করতে যান লিটন, কিন্তু বলে ব্যাট লাগাতে পারেননি। ভেঙে যায় অফস্টাম্প। তবে আম্পায়ার আউট দিতে একটু সময় নেন। তারা যাচাই করেন উইকেটকিপার জশুয়া ডা সিলভার গ্লাভসের ছোঁয়ায় স্টাম্প ভেঙেছে কি না। টিভি আম্পায়ার কয়েকবার রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত জানান।
এর আগে প্রথম দিন সাদমান ইসলামের ৫৯ রানের ইনিংস স্বাগতিকদের স্কোরবোর্ডে সবচেয়ে অবদান রাখে। এরপর নাজমুল হোসেন শান্তর ২৫, অধিনায়ক মুমিনুল হকের ২৬ ও মুশফিকুর রহিমের ৩৮ রান স্বস্তিতে রাখে তাদের। প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ছিল ২৪২ রান।

 

 

Exit mobile version