বিনোদন ডেস্ক : ভয়াবহ দাবানলে বিপর্যস্ত লস অ্যাঞ্জেলেস। হাজারও মানুষ হারিয়েছেন বাড়িঘর, মারাও গেছেন অনেকে। ভয়াবহ এই দাবানলে বেশ কয়েকজন হলিউড তারকার বাড়িও পুড়ে ছাই। এ কারণে এ বছরের অস্কার মনোনয়ন ঘোষণা দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে।
এ ছাড়া পিছিয়ে দেওয়া হয়েছে ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডও। স্থগিত রাখা হয়েছে বেশ কিছু জনপ্রিয় টক শো। তবে সর্বশষ তথ্য অনুসারে, নির্ধারিত সময়েই হচ্ছে অস্কার।
আগামী ১৭ জানুয়ারি মনোনয়ন তালিকা প্রকাশের দিন নির্ধারিত ছিল।
সেটা পিছিয়ে প্রথমে ১৯ জানুয়ারিতে নেওয়া হয়। কিন্তু এখনো পরিস্থিতির উন্নতি না হওয়ায় দ্বিতীয় দফায় পিছিয়ে নেওয়া হয়েছে ২৩ জানুয়ারি। এদিকে গুঞ্জন ছড়িয়েছে, অস্কারের মূল আয়োজনও পেছানো হতে পারে। বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের ট্যাবলয়েড ‘দ্য সান’ একটি প্রতিবেদন করে।
যেখানে বলা হয়, অস্কার থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। সেখানে নাকি টম হ্যাঙ্কস, এমা স্টোন, মেরিল স্ট্রিপ ও স্টিভেন স্পিলবার্গের মতো নন্দিত তারকারা আছেন। তাঁরা দাবানল পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং অস্কার আয়োজনের তারিখ পেছানোর কথাও ভাবছেন। যেটা অস্কারের ৯৭ বছরের ইতিহাসে প্রথমবার ঘটবে!
তবে গতকাল দ্য হলিউড রিপোর্টার নিশ্চিত করেছে, এমন কোনো পরিকল্পনা নেই অ্যাকাডেমির। কর্তৃপক্ষের বরাতে তারা জানিয়েছে, দাবানল পর্যবেক্ষণের জন্য কোনো কমিটি গঠন করা হয়নি।
এখনো অস্কারের ৪৬ দিন বাকি এবং ২ মার্চ নির্ধারিত তারিখেই এটি অনুষ্ঠিত হবে। তা ছাড়া অস্কারের আয়োজন পেছানোর ক্ষেত্রে অ্যাকাডেমির সঙ্গে সম্প্রচার চ্যানেল এবিসির আলোচনাও জরুরি। সে রকম কিছুও হয়নি। বরং তারা সবাই মনে করছেন, ‘শো শুড গো অন (অনুষ্ঠান তার নিয়মে হওয়া উচিত)।
অস্কার অনুষ্ঠানের সঙ্গে প্রায় এক হাজার স্থানীয় মানুষের কাজ জড়িত। অতীতে কখনোই অনুষ্ঠানটির তারিখ পেছানো হয়নি। এমনকি করোনা মহামারির সময়েও এটি যথানিয়মে অনুষ্ঠিত হয়েছে।