অনলাইন ডেস্ক : করোনার ভারতীয় স্ট্রেইন ‘দাবানলের মতো’ ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। স্থানীয় পর্যায়ে লকডাউন শিথিল হলে এটি ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন তিনি।
রোববার স্কাই নিউজকে তিনি বলেন, ১৪ জুন লকডাউনের বিষয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। সব সময় বলছি সতর্ক থাকতে হবে।
হ্যানকক বলছেন, ভ্যাকসিন না নেয়া মানুষের মধ্যে ভারতীয় স্ট্রেইন সত্যি দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে। তাই যত দ্রুত সম্ভব বেশি বেশি মানুষকে ভ্যাকসিন দিতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী এমন সময় এই কথা বলেছেন, যখন ব্রিটেন স্বাভাবিক জীবনে ফেরার পরিকল্পনা করছে। বেশ কিছু বিধিনিষেধ ইতিমধ্যে তুলে দেয়া হয়েছে।
এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও প্রয়োজনে পুনরায় আঞ্চলিক বিধিনিষেধ আরোপের সম্ভাবনার কথা জানিয়েছিলেন।