স্পোর্টস ডেস্ক : প্রথমে জানা গিয়েছিল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলে দেশে ফিরে আসবেন সাকিব আল হাসান। আগামী ২৩ মার্চ ম্যাচটি অনুষ্ঠিত হবে। পরে আবার জানা গিয়েছিল আজ (২১ মার্চ) রাতেই দেশে ফিরে আসছেন এই অলরাউন্ডার। কিন্তু সর্বশেষ খবর হলো, তিনি আজ দেশে ফিরছেন না। দলের সঙ্গেই থাকছেন।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মা ও দুই সন্তান সহ পরিবারের অন্তত পাঁচ জন সদস্য অসুস্থ। বর্তমানে তারা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এমন অবস্থায় দক্ষিণ আফ্রিকা সফররত সাকিব দেশে ফিরে আসবে কি না, তা নিয়ে আজ সকাল থেকেই অনিশ্চয়তা দেখা দেয়।
এর আগে দুপুরে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছিলেন, ‘সাকিবের সঙ্গে গতকাল কথা হয়েছে, আজকেও কথা হয়েছে। আপনারা জানেন, তার পরিবারে একটা ক্রাইসিস যাচ্ছে। সাকিবের মা ও দুই সন্তান, তারা সবাই কিন্তু অসুস্থ। এবং তারা এভারকেয়ার হাসপাতালে আছে। খুব সম্ভবত নিউমোনিয়া হয়েছে।’
‘এখনো ও (সাকিব) বুঝে উঠতে পারছে না কী করবে। মানসিকভাবে তার একটা চাপ যাচ্ছে। আমরা জানি যে ২৩ তারিখে আরেকটা ওয়ানডে আছে। সে সিদ্ধান্ত নিয়েছে ওই ম্যাচটা খেলে দেশে ফিরবে। যদি না এর মধ্যে এখানে কোনো সিরিয়াস কিছু না হয়। তবু আমাদের অপেক্ষা করতে হবে,’ যোগ করেন তিনি।