Home আন্তর্জাতিক দখলদার শক্তি হওয়ায় ইসরায়েলের আত্মরক্ষার অধিকার নেই : জাতিসংঘে রাশিয়ার দূত

দখলদার শক্তি হওয়ায় ইসরায়েলের আত্মরক্ষার অধিকার নেই : জাতিসংঘে রাশিয়ার দূত

অনলাইন ডেস্ক : জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, দখলদার শক্তি হওয়ায় ইসরায়েলের আত্মরক্ষার কোনো অধিকার নেই।

বুধবার হামাস-ইসরায়েল যুদ্ধ নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি বিশেষ অধিবেশনে এই মন্তব্য করেন তিনি।

রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, তারা (ইসরায়েল) কেবল একটি জিনিসই করতে পারে; আর তা হলো ইসরায়েলের আত্মরক্ষার কথিত অধিকার সম্পর্কে অবিরত ঘোষণা দেওয়া। যদিও একটি দখলদার শক্তি হিসেবে ইসরায়েলের সেই ক্ষমতা নেই। কারণ ২০০৪ সালে আন্তর্জাতিক বিচার আদালত উপদেষ্টা মতামতের মাধ্যমে ইসরায়েলের সেই ক্ষমতা না থাকার বিষয়টি নিশ্চিত করেছে।

ইসরায়েলের আত্মরক্ষার অধিকার নেই বলে মন্তব্য করলেও রুশ রাষ্ট্রদূত বলেছেন, ইসরায়েলের ‘নিরাপত্তা নিশ্চিত করা’ এবং ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই’ করার অধিকার রয়েছে।

ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, ইসরায়েলের নিরাপত্তার জন্য— এবং আমরা তার নিরাপত্তা নিশ্চিত করার অধিকারের স্বীকৃতি দিই— এই নিরাপত্তা কেবল তখনই সম্পূর্ণরূপে নিশ্চিত করা যেতে পারে, যদি আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবনার ভিত্তিতে ফিলিস্তিন সমস্যার সমাধান করতে পারি।

Exit mobile version