অনলাইন ডেস্ক : দক্ষিণ চীন সাগরের কিছু স্থানে সামরিক বাহিনীর আধিপত্য বিস্তারে সহযোগিতার ঘটনায় চীনা নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইকেল পম্পেও এ নিষেধাজ্ঞা জারি করেন।

চীনের ২৪ টি রাষ্ট্রীয় মালিকাধানীন প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এর মধ্যে চাইনা কমিউনিকেশন কনসট্রাকশান কোম্পানি (সিসিসিসি) রয়েছে।

দক্ষিণ চীন সাগরে বিতর্কিত ওইসব এলাকা বৃহৎ আকারে পুনরুদ্ধার, নির্মাণ বা সামরিকীকরণের জন্য দায়ী ব্যক্তিদের ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়। এছাড়াও উপকূলীয় সম্পদ যাতে তারা ব্যবহার না করতে পারে সেজন্য দক্ষিণ পূর্ব এশিয়ার নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে এমনটি জানানো হয়েছে।

পাম্পেও আরও বলেন, ‘সামরিক বাহিনীর আধিপত্য বিস্তারের সহযোগিতায় অভিযুক্ত চীনা নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে, এমনকি তাদের পরিবারের অন্যান্য সদস্যদের ওপরও এ নিষেধাজ্ঞা জারি হতে পারে।’

তিনি বলেন, ‘২০১৩ সাল থেকে চীন ওই অঞ্চল ব্যবহার করছে। যার ফলে অঞ্চালটিকে অস্থিতিশীল করে তুলছে।’ এছাড়াও প্রতিবেশীদের সার্বভৌম অধিকারকে ক্ষুণ্ণ করছে ও পরিবেশের বিপর্যয় ঘটাচ্ছে এবং সিসিসিসি এর সাথে সম্পৃক্ত সংস্থাগুলি বিশ্বজুড়ে দুর্নীতি পরিবেশ ধ্বংস ও অন্যান্য অপরাধজনিত কাজে লিপ্ত হচ্ছে বলে মাইকেল পাম্পেও বলেন।