অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে বিদায় জানানো হচ্ছে ২০২৩ সালকে। ইংরেজি নববর্ষ বরণ করতে বিভিন্ন আয়োজন ও উৎসব চলছে। এই থার্টি ফার্স্ট নাইট ঘিরে নিরাপত্তা নিয়ে কথা বলেছেন, র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন। তিনি বলেছেন, সারা দেশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ডিপ্লোমেটিক জোনে বেশি নিরাপত্তা নেয়া হয়েছে। গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

রবিবার (৩১ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে নিরাপত্তা সংক্রান্ত এক ব্রিফিংয়ে র‌্যাবের ডিজি এসব কথা বলেন।

ইংরেজি বর্ষবরণ উৎসবে বিশৃঙ্খলা পরিহার করে উৎসবমুখর ভাবে ঘরোয়া পরিবেশ বর্ষ বরণ করার আহবান জানিয়েছেন তিনি।

নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর দেয়া নির্দেশনা নগরবাসীকে মানতে আহবান করা হয়েছে। সুষ্ঠু শান্তি পূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। যে কোনো পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলায় র‌্যাব প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

এছাড়াও র‌্যাব মহাপরিচালক জানান, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে। বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার ও বন্ধে তৎপর রয়েছে।