অনলাইন ডেস্ক : ভারতের ত্রিপুরা রাজ্যে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। ভারি বর্ষণে পানি বৃদ্ধি পাওয়ায় জারি করা হয়েছেরেড অ্যালার্ট। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেবে এই তথ্য জানা যায়।
ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) ভারতের বিভিন্ন রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের শঙ্কায় লাল সতর্কতা জারি করেছে। ত্রিপুরায় ভারি বৃষ্টি ও গোমতী নদীর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।
যেসব রাজ্যে আইএমডি রেড অ্যালার্ট জারি করেছে, সেগুলোর মধ্যে রয়েছে- গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, মধ্য প্রদেশ, রাজস্থান, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা। এছাড়া উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, কর্ণাটক ও রাজস্থানে কমলা সতর্কতা (অরেঞ্জ অ্যালার্ট) জারি করা হয়েছে।