Home আন্তর্জাতিক তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

অনলাইন ডেস্ক : তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা করেছেন এক বন্দুকধারী। রোববার ইস্তাম্বুলের কাছের একটি এলাকায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন ৩৩ বছর বয়সী ওই ব্যক্তি।

সোমবার দেশটির কর্তৃপক্ষ বলেছে, বন্দুকধারী গুলি চালিয়ে নিজের বাবা-মা, স্ত্রী এবং ১০ বছরের ছেলেকে হত্যা করেছেন। পরে নিজের বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

ইস্তাম্বুলের গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, গুলি চালানোর পরপরই ওই ব্যক্তিকে তার গাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার বিরুদ্ধে পরিবারের আরও দুই সদস্যকে গুলি চালিয়ে হত্যা চেষ্টার অভিযোগ রয়েছে। তবে তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে, রোববার সন্ধ্যার দিকে দেশটির কর্তৃপক্ষ গুলির এই ঘটনায় চারজনের প্রাণহানি ঘটেছে বলে জানায়। যদিও সোমবার সকালের দিকে স্থানীয় কর্মকর্তারা ইস্তাম্বুলের একটি হ্রদের কাছে হত্যাকারীর স্ত্রী, ছেলে ও তার শাশুড়ির মরদেহ পাওয়ার তথ্য জানিয়েছেন।

সুইজারল্যান্ড-ভিত্তিক গবেষণা কর্মসূচি স্মল আর্মস সার্ভের (এসএএস) তথ্য অনুযায়ী, তুরস্কের জনসংখ্যা প্রায় সাড়ে ৮ কোটি। এর মাঝে দেশটির সাধারণ জনগণের হাতে এক কোটি ৩২ লাখেরও বেশি আগ্নেয়াস্ত্র রয়েছে; যার বেশিরভাগই অবৈধ।

সূত্র: এএফপি।

 

Exit mobile version