স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা সফর শেষে তিন ধাপে দেশে ফিরবে বাংলাদেশ দল। ক্রিকেট বোর্ডের সূত্রে এমনটি জানা যায়।
দক্ষিণ আফ্রিকায় এবারের সফরে দারুণ পারফরম্যান্স করে বাংলাদেশ দল। দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারলেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে প্রোটিয়াদের ঘরের মাঠে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ।
সোমবার পোর্ট এলিজাবেথে শেষ হয়েছে সিরিজের শেষ টেস্ট ম্যাচটি। এই টেস্টের মধ্য দিয়ে আফ্রিকা সফরের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। প্রায় ১ মাসের এ সফর শেষে এবার দেশে ফেরার পালা ক্রিকেটারদের।
আগামী বুধ ও বৃহস্পতিবার এই দুই দিনে ৩ ধাপে ঢাকায় নামবে বাংলাদেশ দল। একই ফ্লাইটে টিকিট না পাওয়ায় ভিন্ন ফ্লাইটে আসবেন মুমিনুল হক, হাবিবুল বাশাররা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, বুধবার সকাল ৮টা ৫৫ মিনিটে নামবে প্রথম বহর। দ্বিতীয় ও তৃতীয় বহর ১৪ এপ্রিল এসে পৌঁছবে।
দ্বিতীয় দল ঢাকায় নামবে সকাল ৮টা ৫৫ মিনিটে, শেষ দল নামবে বিকাল পৌনে ৫টায়।