বক্তব্য রাখছেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এলামনাই এসোসিয়েশন এর সভাপতি খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম

অনলাইন ডেস্ক : গত ১৩ই আগস্ট, রবিবার বিকেলে ঢাকার আগারগাও এর বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনের প্রজেকশন হল এ বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এলামনাই এসোসিয়েশন এর আয়োজনে খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা এবং চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, তারেক মাসুদ, মিশুক মুনীর সহ মোট পাঁচ জন ২০১১ সালের ১৩ই আগস্ট মানিকগঞ্জে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় প্রাণ হারান।

‘তারেক মাসুদ: চলচ্চিত্রের আদম সুরত’ শিরোনামের অনুষ্ঠানটিতে তারেক মাসুদ ছাড়াও মিশুক মুনীর ও অন্য তিন জন চলচ্চিত্রকর্মীকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এর এলামনাই প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ছিলেন বাংলাদেশের চলচ্চিত্রে এক আশা জাগানিয়া নাম। তাঁর নির্মিত চলচ্চিত্রসমূহ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সুনাম অর্জন করে। তাঁর পরিচালিত চলচ্চিত্রের মধ্যে অন্যতম হচ্ছে, ‘আদম সুরত’ ‘মুক্তির গান’, ‘মুক্তির কথা’, ‘মাটির ময়না’, ‘রানওয়ে’, ‘নরসুন্দর’ ও ‘রানওয়ে’।
বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এলামনাই এসোসিয়েশন-এর সভাপতি মোরশেদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে ভিডিও আলোচনায় অংশ নেন সেই দূর্ঘটনা থেকে বেঁচে যাওয়া টরন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক মনিস রফিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মহাপরিচালক মোঃ জসীম উদ্দিন। এছাড়াও এই স্মরণ অনুষ্ঠানের আলোচনায় অংশ নেন শিল্প সমালোচক, গবেষক ও লেখক মইনুদ্দীন খালেদ, চলচ্চিত্র পরিচালক প্রসূন রহমান, চলচ্চিত্র পরিচালক অপরাজিতা সংগীতা এবং মিশুক মুনীরের ভ্রাতা আসিফ মুনীর। আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এলামনাই এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক পারভেজ সিদ্দিকী।

আলোচনা শেষে তারেক মাসুদ পরিচালিত ও মিশুক মুনীরের চিত্রগ্রহণে নির্মিত কাহিনি চলচ্চিত্র ‘রানওয়ে’ প্রদর্শিত হয়।

অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল বাংলাদেশ ফিল্ম আর্কাইভ।