স্পোর্টস ডেস্ক : হার্ট অ্যাটাক করে বর্তমানে হাসপাতালে ভর্তি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। রিং পরানোর পর বর্তমানে পর্যবেক্ষণে আছেন তিনি। আগের চেয়ে শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে তামিমের। জ্ঞান ফেরার পর কথা বলেছেন পরিবারের সদস্যদের সঙ্গে।
এবার বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীও জানালেন, আগের চেয়ে তামিমের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি বলেন, ‘এখনো পর্যন্ত তামিমের শারিরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে৷ যদিও কর্তৃপক্ষ ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছেন, সেটাই স্বাভাবিক নিয়ম। হাসপাতাল কর্তৃপক্ষ যথেষ্ট আন্তরিক।’
আগামী ৪৮ ঘণ্টা তামিম পর্যবেক্ষণে থাকবেন তামিম। এর মধ্যে ২৪ ঘণ্টা তার জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন দেবাশীষ। এই সময়ে তার অবস্থার উন্নতি হবে বলেও জানা তিনি, ‘আমরা খুবই আশাবাদী যে একদিনের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ উন্নতি দেখতে পাবো।’
তামিমকে দেখতে হাসপাতালে এসেছেন পরিবারের সদস্য ও সতীর্থরা। বিকেএসপিতে ম্যাচ খেলে হাসপাতালে এসেছেন তার দীর্ঘ সময়ের সতীর্থ মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও স্পিনার তাইজুল ইসলাম।
প্রসঙ্গত, আজ সাভারের বিকেএসপিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচের আগে টস করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম। পরে বুকে ব্যাথা অনুভব করায় আর মাঠে নামা হয়নি। অবস্থার অবনতি হলে তাকে কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি করানোর পর এনজিওগ্রাম করানো হলে হার্টে একটা ব্লক ধরা পড়ে এবং দ্রুত সঙ্গে রিং পরানো হয়।। আগের তুলনায় কিছুটা ভালো আছেন তিনি।